সাজ্জাদ তুহিন ( নড়াইল )জেলা প্রতিনিধি :: ইসলামি আন্দোল বাংলাদেশ নড়াইল জেলা সাখার আয়োজনে ভারতের সাথে দেশ বিরোধী চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার( ১০ জুলাই ) বিকালে নড়াইল পুরাতন বাসটার্মিনাল জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল সহকারে রূপগঞ্জ বাজারের মুচি পোল বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা সাখার সভাপতি,সম্পাদক ও সংগঠনের বিভিন্ন ইউনিটের নেত্রীবৃন্দ।
এসময় বক্তারা সরকারের কড়া সমালোচনা করে বলেন,বর্তমান সরকার জনগনের দূর্বলতার সুযোগ নিয়ে দেশের অভ্যন্তরীণ রেলপথ চুক্তি করেছে। এমনকি নির্বিচারে ভারতের সীমান্ত রক্ষী বিএসএফ বাংলাদেশের মানুষকে গুলি করে হত্যা করছে। যার কোন বিচার পাচ্ছেনা এ দেশের মানুষ।
তাই আসুন আমরা ইসলামি আন্দোলন সংগঠনের পক্ষ থেকে এসব অন্যায় অত্যাচার জুলুম প্রতিহত করি।