যশোর আজ সোমবার , ১৮ অক্টোবর ২০২১ ১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বৈরি আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা পড়লো ৩শো পর্যটক

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ১৮, ২০২১ ১১:৪৭ পূর্বাহ্ণ
বৈরি আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা পড়লো ৩শো পর্যটক
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

সেন্টমার্টিনে ট্রলার ও স্পিডবোট যোগে বেড়াতে গিয়ে বৈরি আবহাওয়ার কারণে প্রায় ৩০০ পর্যটক আটকা পড়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সেখানে নিরাপদে রাখার ব্যবস্থার কথা জানিয়েছে প্রশাসন।

রোববার ( ১৭ অক্টোবর ) রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের সেন্টমার্টিন স্টেশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

কোস্টগার্ডের ওই কর্মকর্তা জানান, প্রায় ৩০০ পর্যটক বৈরি আবহাওয়ার কারণে আটকা পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের টেকনাফের উদ্দেশ্যে পাঠানো হবে। যারা এখানে নিরাপদে রয়েছে।

সি প্রবাল সহ বিভিন্ন রিসোর্টের দেওয়া তথ্য সূত্রে জানা যায়,যারা আটকা পড়েছেন তারা মূলত দুই থেকে তিন দিন আগে আসছে। জাহাজ চলাচল বন্ধ থাকায় এসব পর্যটক স্পিডবোট ও ট্রলারে এসেছে। আজকে তাদের ফেরত যাওয়ার কথা ছিল। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে কোন ট্রলার বা স্পিডবোট যেতে দেয়নি কোস্টগার্ড।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) পারভেজ চৌধুরী বলেন,মূলত ট্রলার ও স্পিডবোটে আসতে পারেনি বৈরি আবহাওয়ার কারণে। হয়তো কোস্টগার্ড ট্রলার বা স্পিডবোট আসতে দেয়নি। বৈরি আবহাওয়া সেরে গেলে তাদের ফেরত আনা হবে। সেখানে তাদের নিরাপদে রাখার ব্যবস্থা করা হচ্ছে।

সর্বশেষ - লাইফস্টাইল