সেন্টমার্টিনে ট্রলার ও স্পিডবোট যোগে বেড়াতে গিয়ে বৈরি আবহাওয়ার কারণে প্রায় ৩০০ পর্যটক আটকা পড়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সেখানে নিরাপদে রাখার ব্যবস্থার কথা জানিয়েছে প্রশাসন।
কোস্টগার্ডের ওই কর্মকর্তা জানান, প্রায় ৩০০ পর্যটক বৈরি আবহাওয়ার কারণে আটকা পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের টেকনাফের উদ্দেশ্যে পাঠানো হবে। যারা এখানে নিরাপদে রয়েছে।
সি প্রবাল সহ বিভিন্ন রিসোর্টের দেওয়া তথ্য সূত্রে জানা যায়,যারা আটকা পড়েছেন তারা মূলত দুই থেকে তিন দিন আগে আসছে। জাহাজ চলাচল বন্ধ থাকায় এসব পর্যটক স্পিডবোট ও ট্রলারে এসেছে। আজকে তাদের ফেরত যাওয়ার কথা ছিল। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে কোন ট্রলার বা স্পিডবোট যেতে দেয়নি কোস্টগার্ড।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) পারভেজ চৌধুরী বলেন,মূলত ট্রলার ও স্পিডবোটে আসতে পারেনি বৈরি আবহাওয়ার কারণে। হয়তো কোস্টগার্ড ট্রলার বা স্পিডবোট আসতে দেয়নি। বৈরি আবহাওয়া সেরে গেলে তাদের ফেরত আনা হবে। সেখানে তাদের নিরাপদে রাখার ব্যবস্থা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost