যশোর আজ মঙ্গলবার , ৮ নভেম্বর ২০২২ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

অপসারণ হয়নি আবর্জনা স্তুপ! অস্বাস্থ্যকর পরিবেশেই চলছে শিশুদের পাঠদান

প্রতিবেদক
Jashore Post
নভেম্বর ৮, ২০২২ ২:১৭ অপরাহ্ণ
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

মাহমুদুল হাসান

বেনাপোল পৌরকর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতায় সরানো হয়নি ময়লা আবর্জনার স্তুপ।নোংড়া ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়েই চলছে বন্দরনগরী বেনাপোলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিশুদের পাঠদান কার্যক্রম।

যশোর-কোলকাতা মহাসড়কের পাশে বেনাপোল কাস্টমস হাউসের বীপরীতে অবস্থিত ( ১৮৮৭সালে প্রতিষ্ঠিত ) এই গুরত্ববহ বিদ্যাপীঠটির শিক্ষার্থীরা দীর্ঘবৎসর যাবৎ উন্মুক্ত ভাবে খোলা পরিবেশে জনসাধারনের মল-মূত্র ত্যাগের দ্বারা পরিবেশ দূষনের স্বীকার হয়ে আসলেও টনক নড়েনি বেনাপোল পৌরকর্তৃপক্ষের।পরিবেশ দূষণরোধে গ্রহণ করেনী কোন কার্যকরী পদক্ষেপ অথচ বেনাপোল পৌরসভা আজ প্রথম শ্রেনীর পৌরসভায় উত্তীর্ণ।

মল-মূত্রের বিকট দূর্ঘন্ধে প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া কোমলমতি শিশু শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম দুঃসহ হলেও প্রতিকারে এগিয়ে আসেনি কোন স্বেচ্ছাসেবী সংগঠন,পরিবেশবাদী সংগঠন এমনকি উপজেলা প্রশাসনও।

অভিভাবকদের শত অভিযোগের মুখেও বিদ্যালয় কর্তৃপক্ষ নোংড়া আবর্জনা অপসারনের ব্যবস্থা করতে পারিনি।সোমবার ( ৬নভেম্বর ) বিদ্যালয় চত্তরে গেলে ময়লা আবর্জনার মধ্যে টিফিন সময়ে শিশু শিক্ষার্থীদের খাবার খেতে ও খেলাধুলা করতে দেখা যায়।

এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ ইজজত আলী জানান, বিদ্যালয়ের ভিতরে দীর্ঘবৎসর ধরে জমেথাকা ময়লা আবর্জনার অপসারণকাজে বেনাপোল পৌরসভার সাহায্য চেয়ে মেয়র বরাবর বিগত ৯ ফেব্রুয়ারী ২০২২সালে লিখিত আবেদন করি।

অধ্যবধি বেনাপোল পৌরকর্তৃপক্ষ সেকাজে সাড়া দেইনি। সরকারি প্রাথমিক বিদ্যালয় হলেও আমরা পৌরসভাকে নিয়মিত ট্যাক্স প্রদান করি।বিদ্যালয় কর্তৃপক্ষের একক উদ্যোগে দীর্ঘদিন জমে থাকা ময়লার এই বৃহৎ স্তুপ অপসারণ কাজ সম্ভব হয়নি বলেই নোংড়া পরিবেশেই বাধ্য হয়ে ক্লাস নিতে হচ্ছে।

এমন অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া নিয়ে উদ্দীগ্ন অভিভাবকেরা। দূর্গাপুর গ্রামের নূরহোসেন,নামাজ গ্রামের আনিছুররহমান,ছোট আচড়া গ্রামের রেজাউল সহ একাধিক অভিভাবক জানান,কেবলই সরকারী প্রাথমিক বিদ্যালয় বলেই এটি আজ অবহেলিত। প্রাথমিক বিদ্যালয়ে কেবলই নিন্ম আয়ের অভিভাবকদের সন্তানেরা পড়াশোনা করে বলে হয়ত উপজেলা প্রশাসনও নীরব।

অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে কোমলমতি শিশু শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালিত হওয়ায় প্রথম শ্রেনীর পৌরসভা বেনাপোল পৌরসভার নাগরিক সেবামান প্রশ্নবিদ্ধ।

ময়লা অপসারেনে বিদ্যালয় কর্তৃপক্ষের আবেদন বিষয়ে জানতে চাইলে বেনাপোল পৌরসভার সচিব সাইফুল ইসলাম লিখিত আবেদন প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান,পৌরসভা সাধারনত রাস্তাঘাটের ময়লা আবর্জনা অপসারণ করে থাকে।বিদ্যালয়টির বাউন্ডারির মধ্যে আবর্জনার স্তুপ থাকায় বা বিদ্যালয় কর্তৃপক্ষ আবর্জনা স্তুপ প্রাচীরের বাইরে বের করে দেওয়ার ব্যবস্থা না করায় তা আপসারণ করা হয়নি।

পৌরএলাকার যেকোন জায়গা পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে পৌর বাজেটে মোটা অঙ্কের অর্থ বরাদ্দ থাকে?এমন প্রশ্নের উত্তরে তিনি জানান,আগামী সপ্তাহের শুরুতে বিদ্যালয়টির ময়লার স্তুপ সরানোর ব্যবস্থা করবে পৌরসভা।

বেনাপোল পৌরকর্তৃপক্ষের গাফিলতিতে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রম যেমনই মানবেতর তেমনি প্রশ্নবিদ্ধ।বিষয়টির দ্রুত সমাধান চেয়ে সমাজের বিত্তবান মানুষসহ প্রশাসনিক হস্তক্ষেপ চেয়েছেন বিদ্যালয়টির শিক্ষকবৃন্দ,স্কুলপড়ুয়া শিক্ষার্থী ও অভিভাবকেরা।

সর্বশেষ - লাইফস্টাইল