হাসানুজ্জামান,বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৬ এর অভিযানে ৪শো বোতল ফেন্সিডিলসহ মোঃ সুমন হোসেন ( ৩১) নামের মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
শনিবার ( ১৩জুলাই )সকালে র্যাব-৬ এর যশোর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে পুটখালী গ্রামের সুমনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার দেখানো মতে শয়নকক্ষের খাটের নিচ হতে ৪শো বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত বেনাপোল পোর্টথানাধীন পুটখালী গ্রামের আবুল হোসেনের ছেলে। র্যাবের প্রাথমিক জিঙ্গাসাবাদে গ্রেফতারকৃত নিজেকে মাদকব্যবসায়ী বলে স্বীকার করেছেন বলে র্যাব সূত্র নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু পূর্বক জব্দকৃত আলামত ও আসামীকে বেনাপোল পোর্টথানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।