যশোর আজ রবিবার , ২৯ ডিসেম্বর ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বেনাপোলে বিপুল পরিমান ভারতীয় শাড়ি ও কসমেটিক্স আটক

প্রতিবেদক
Jashore Post
ডিসেম্বর ২৯, ২০২৪ ১১:৫৬ অপরাহ্ণ
ভারতীয় ৩৯টি শাড়ি,৮৯টি লেডিস চাদর,১৫টি থ্রিপিচ,২০টি কম্বল ও২১৬১টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

যশোর প্রতিনিধি :: যশোরের বেনাপো সীমান্তে বিজিবি কর্তৃক বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে বিপুল পরিমান ভারতীয় শাড়ি ও কসমেটিক্স আটক হয়েছে।

রবিবার ( ২৯ ডিসেম্বর )বিকালে ম্যাজিস্টে,বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টাস্কফোর্স বেনাপোল পোর্টথানাধীন সাদিপুর রোড ও রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে বিশ লাখ টাকার বিভিন্ন প্রকার চোরাচালানী পণ্য জব্দ করে।

টাস্কফোর্সের অভিযানকালীন সময়ে শুল্ক ফাঁকি দিয়ে আনায়নকৃত ভারতীয় ৩৯টি শাড়ি,৮৯টি লেডিস চাদর,১৫টি থ্রিপিচ,২০টি কম্বল ও২১৬১টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২০ লাখ ৫ হাজার ৮শত ২০ টাকা।

এসময় উপস্থিত ছিলেন-যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ফারজিন ফাহিম,শার্শা উপজেলার সহকারী কমিশনার ( ভূমি )ও নির্বাহী মেজিস্ট্রেট নুসরাত ইয়াসমিন,বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রাসেল মিয়া,পুলিশ সদস্য ও ৪৯ ব্যাটালিয়নবিজিবি সদস্যরা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,বেশ কিছুদিন যাবত বেনাপোল রেলস্টেশন, ও সাদিপুর রোড সংলগ্ন দোকানে কতিপয় অসাধু ব্যবসায়ী ভারতীয় শাড়ি,কম্বল ও বিভিন্ন প্রকার কসমেটিক্স পণ্য সামগ্রী মজুদ রেখে দেশের বিভিন্ন জায়গায় পাচার করে আসছিলো।

বিষয়টি পত্র পত্রিকায় প্রকাশিত হলে জেলা প্রশাসনের নজরে আসে। এরই জেরে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের মাধ্যমে বিজিবির নেতৃত্বে অভিযুক্ত এলাকাগুলোতে অভিযান চালিয়ে উপরে উল্লেখিত মালামাল আটক করা হয়।

উল্লেখ্য,বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশান দিয়ে ভারত হতে পাসপোর্টযাত্রীর সাথে ল্যাগেজ সুবিধায় আনা অতিরিক্ত পণ্য সরকারী শুল্ক ফাঁকি দিতে সক্রিয় রয়েছে স্থানীয় রাজনৈতিক ব্যাক্তি,অসাধু কাস্টমস কর্মকর্তা, সাংবাদিক, পরিবহন ব্যবসায়ী যোগসাজজে গড়ে ওঠা একটি শক্তিশালী সিন্ডিকেট।

ভারত হতে পাসপোর্টযাত্রীর সাথে বিশেষ সুবিধায় আনা মালামাল চোরাকারবারীরা ক্রয় করে ইমিগ্রেশান এলাকার দোকান গুলোতে মজুদ রেখে পরে তা চড়া দামে বাস,কুরিয়ার ও রেল যোগে পাঠিয়ে দেয়। স্থানীয়রা জানান, চোরাচালানী পণ্যের রমরমা ব্যবসা চলেছে এ সিন্ডিকেটের ছত্র ছায়ায়। সিন্ডিকেটের অন্যতম সদস্য লিটন ও তার সহযোগী ফিরোজ কাস্টমসসহ প্রশাসনিক বিভিন্ন বাহিনীকে সপ্তাহ চুক্তিতে মোটা অঙ্কের মাসোহারা প্রদান করে বলে এলাকায় গুঞ্জন রয়েছে।

সর্বশেষ - সারাদেশ