বেনাপোল প্রতিনিধি :: বেনাপোল পোর্টথানাধীন সীমান্তবর্তী গ্রাম দৌলতপুর হতে ৩শ’ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ।
মঙ্গলবার ( ১৫ অক্টোবর ) সকালে গোপণ সংবাদ পেয়ে পোর্ট থানা পুলিশ সদস্যরা দৌলৎপুর গ্রামের রাশেদ মাস্টারের বাড়ির উত্তর পাশের একটি পুকুর থেকে ৩টি লাল রঙের প্লাস্টিক বস্তার মধ্যে হতে ৩শ’ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মুল্য ৬ ( ছয় ) লাখ টাকা।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ( ওসি ) মোঃ রাসেল মিয়া বলেন, আজ সকালে গোপণ তথ্য পেয়ে থানার একটি আভিযানিক দল পানির মধ্য হতে ৩শ’ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে,এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ফেন্সিডিল চালানের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।