যশোর আজ রবিবার , ৩ নভেম্বর ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বেতনা এক্সপ্রেস ট্রেন হতে মাদক উদ্ধার

প্রতিবেদক
Jashore Post
নভেম্বর ৩, ২০২৪ ৯:২৮ অপরাহ্ণ
বেতনা এক্সপ্রেস ট্রেন হতে মাদক উদ্ধার
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোর্টার :: বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির ৪৯ ব্যাটালিয়ন সদস্যরা বেতনা এক্সপ্রেস ট্রেন তল্লাশী কালে মালিক বিহীন অবস্থায় ( পরিত্যাক্ত ) ২ কেজি৭৬০গ্রাম কোকেন ও ১ কেজি ৬৯২ গ্রাম ওজনের হেরোইন উদ্ধার পূর্বক জব্দ করেছে।

রবিবার ( ৩ নভেম্বর )বিকালে বেনাপোল রেল স্টেশনে দাড়ানো খুলনা-মোংলা-বেনাপোল রুটে চলাচলরত বেতনা এক্সপ্রেস ট্রেনে তল্লাশী অভিযান পরিচালনা কালে বিজিবি সদস্যরা ১ কোটি ৭১লাখ ৮৪ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্যের চালান উদ্ধার করে ।

যশোর ব্যাটালিয়ন ( ৪৯ বিজিবি ) এর অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী স্বাক্ষরিত এক প্রেস বিফিং এ বিষয়টি জানানো হয়।

প্রেস ব্রিফিং এ বলা হয়, মাদকের বিরুদ্ধে “ জিরো টলারেন্স” নিতীর যথাযথ বাস্তবায়নে মাঠ পর্যায়ে বিজিবির অভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গেয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি চৌকস টহলদল বেতনা এক্সপ্রেস ট্রেনে তল্লাশী অভিযান চালান। এসময় ট্রেনের ভেতর সন্দেহভাজন ১টি ব্যাগ তল্লাশী করে ব্যাগের মধ্য হতেেউপরে উল্লেখিত মাদকদ্রব্যের চালান উদ্ধার হয়। ট্রেনে উপস্থিত যাত্রীদের জিজ্ঞাসাবাদে উক্ত ব্যাগের কোন মালিক পাওয়া যায়নী।

আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্য ধ্বংস করার নিমিত্তে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আরো জানা গেছে।

সর্বশেষ - সারাদেশ