স্টাফ রিপোর্টার :: লোভনীয় অফারে অনলাইনে ভেষজ ও নামী দামী পণ্য বিক্রির বিজ্ঞাপন দিয়ে ক্রেতার কাছ হতে টাকা হাতানো প্রতারক চক্রের তিনজন সদস্যকে আটক করেছে যশোর কোতয়ালী থানা পুলিশ।
শনিবার গভীর রাতে চট্টগ্রাম বাইজিদ মুস্তাগির থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ সদস্যরা আন্তঃজেলা প্রতারক চক্রের ঐ তিন সদস্যকে আটক করে।
আটককৃতরা হলো চট্রগ্রাম পতেঙ্গালী উপজেলার দক্ষিণ পাহাড়তলী এলাকার শরিফ হোসেনের ছেলে শাকিল হোসেন (৫০),খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলার জোঙ্গাছোলার জহিরুলের ছেলে শুকুর (২২) ও পাবনা জেলার সাথিয়া উপজেলার সালা উদ্দিনের ছেলে মহিউদ্দিন(২৮)।
এ সময় তাদের হেফাযতে থাকা ৩টি পিসি,৩২টি মোবাইল ফোন ও ২০টি নতুন মোবাইল সিম এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া কোটি কোটি টাকার হিসাব লেখা টালি খাতা উদ্ধার পূর্বক জব্দ করে পুলিশ।
রবিবার ( ১৯ ফেব্রুয়ারী ) সকালে পুলিশের দেওয়া এক প্রেস ব্রিফিং এ যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ( ক-সার্কেল ) জুয়েল ইমরান এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতদের মধ্যে শাকিল প্রতারক চক্রের মূল হোতা জানিয়ে জুয়েল ইমরান বলেন প্রতারক চক্রটি বিভিন্ন কোম্পানীর প্রচারে জন্য দেওয়া বিজ্ঞাপনের মোবাইল নাম্বার সরিয়ে নিজেদের মোবাইল নাম্বার বসিয়ে দিতেন। এরপর লোকজন কল দিয়ে যোগাযোগ করলেই তাদের সাথে প্রতারণা শুরু করতেন।

এমন কয়েকটি অভিযোগের ভিত্তিতে পুলিশ নজরদারি শুরু করেন। এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় চক্রটির অবস্থান নিশ্চিত হয়ে সেখানে অভিযান চালিয়ে কতোয়ালি থানা পুলিশ সদস্যরা তাদেরকে আটক করতে সক্ষম হন।
যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) তাজুল ইসলাম জানান,আটককৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।