যশোর প্রতিনিধি :: বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের অভিযানে ১২ কেজি ৫শ গ্রাম ওজনের ১০৬পিস স্বর্ণেরবারসহ মোঃ সাজু আহম্মেদ(২০)নামের এক পাচারকারী আটক হয়েছে। সে যশোর জেলার চৌগাছা থানার বড় কাবিলপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
মঙ্গলবার ( ১৮ অক্টোবর ) ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা কাশিপুর ব্যাংদা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
বিজিবির দেওয়া এক প্রেস ব্রিফিং হতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার মোঃ নুর আলমের নেতৃত্বে ঝিকরাগাছা উপজেলার কাশিপুর ব্যাংদা সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান সন্দেহভাজন সাজু নামের ঐ পাচারকারীকে আটক করে।
পরে দেহ তল্লাশী চালালে শরীরে বিশেষ কায়দায় ফিটিং অবস্থায় ১০৬ পিস স্বর্ণবার উদ্ধার হয়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ১০ কোটি টাকা।
৪৯বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী র্স্বন উদ্ধার ও পাচারকারী আটকের সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃত আসামী,স্বর্ণ ও অন্যান্য মালামাল ঝিকরগাছা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।