যশোর আজ শুক্রবার , ২৮ অক্টোবর ২০২২ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বিজিবির অভিযানে ১০পিস স্বর্ণেরবারসহ দুই পাচারকারী আটক

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ২৮, ২০২২ ১০:৪৬ পূর্বাহ্ণ
বিজিবির অভিযানে ১০পিস স্বর্ণেরবারসহ দুই পাচারকারী আটক
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোল সীমান্তে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের অভিযানে বেনাপোল সীমান্তে ১০পিস স্বর্ণেরবারসহ দুই পাচারকারী আটক হয়েছে।

আটককৃতরা হলো চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন মুন্সিপুর গ্রামের শফিকুল ইসলামের দুই পুত্র মোঃ মিলন হোসেন (২৮) ও মোঃ হিরন হোসেন (২৫)।

বৃহষ্পতিবার( ২৭ অক্টোবর ) ৪৯বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা চেকপোস্ট বাঁশকল এলাকায় অভিযান চালিয়ে ঐ দুই পাচারকারীকে আটক করে।

বিজিবি সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার রাসেল সিকদারের নেতৃত্বে বিজিবির একটি চৌকস দল বেনাপোল পোর্টথানাধীন গাজীপুর গনকবরস্থানের পাশে তিন রাস্তার মোড় এলাকায সন্দেহভাজন দুই ব্যাক্তিকে আটক করে।

পরে তাদের দেহ তল্লাশী করে কোমরে বিশেষ কায়দায় লুকায়িত ৫টি স্বর্ণেরবার করে দুই জনের কাছ হতে মোট ১০পিস স্বর্ণেরবার ইদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি২০০গ্রাম ও বাজার মূল্য ৯৬ লাখ টাকা।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ বিজিবির অভিযানে স্বর্ণসহ দুই পাচারকারী আটকের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত স্বর্ণবার ও আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ