সর্বশেষ খবরঃ

বাঁগআচড়ায় তালা ঝুঁলিয়ে বসতঘর দখলের অভিযোগ

বাঁগআচড়ায় তালা ঝুঁলিয়ে বসতঘর দখলের অভিযোগ
বাঁগআচড়ায় তালা ঝুঁলিয়ে বসতঘর দখলের অভিযোগ

শার্শা প্রতিনিধি :: যশোরের শার্শা উপজেলায় সন্ত্রাসী বাহিনী দ্বারা জোরপূর্বক তালা ঝুলিয়ে বসতঘর দখল নেওয়ার অভিযোগ তুলেছে বাঁগআচড়া ইউনিয়ন পরিষদে কর্মরত নাইটগার্ড কাম ঝাড়ুদার আমজাদ আলী।সে বাঁগআচড়া ১নং ওয়ার্ড পূর্বপাড়া কলোনীর বাসিন্দা মৃত খোদাবক্সের ছেলে।

বিষয়টির প্রতিকার পেতে ইতিমধ্যে তিনি বাঁগআচড়া ইউনিয়ন পরিষদে ও বাঁগআচড়া পুলিশ তদন্দকেন্দ্রে লিখিত অভিযোগ দিয়েছেন বলে আরো জানা গেছে।

জোরপূর্বক বসতঘর দখলের বিষদ তুলে ধরে ভূক্তভোগী আমজাদ আলী জানান,১৯৭১সাল হতে তারা সরকারী কলোনীর জমিতে পিতার সাথে বসবাস করে আসছেন।তাহার পিতা ও বড় ভাই মারা গেলে ছোট ভাই আনার আলীকে নিয়ে তারা সম্পত্তি ভোগ দখল করে আসছে।

২০ বছরের ও বেশী সময় আগে তার ছোট ভাই আনার মানসিক ভারসাম্য হারালে স্ত্রী তাকে ফেলে অনত্র্য বিয়ে করে এবং কন্যাকে তার নানার বাড়ি রেখে দেয়।আনারের কোন পুত্র সন্তান না থাকায় আত্নীয়স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের সন্মতিতে আনারের ভরণ-পোষনের দায়িত্ব নিয়ে তার ঘর-বাড়ী দীর্ঘ বছর ধরেই ভোগদখল করে আসছি।

সাম্প্রতি সময়ে আনারের কন্যা রুবিনার (বিবাহিতা) স্বামী কায়বা গ্রামের মনিরের নেতৃত্বে সজিব,রানা,খায়রুলসহ ৮/১০জন বহিরাগত সন্ত্রাসী আমার অনুপস্থিতিতে আমার বসত ঘরে তালা ঝুলিয়ে দিয়ে যায়।

তাৎক্ষনিক আমি প্রতিকার পেতে ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দেই। এ খবেরে মনিরগংরা ক্ষিপ্ত হয়ে বুধবার ( ১৯অক্টোবর ) সকালে আমার বাড়ি পুনরায় সন্ত্রাসী হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে প্রকাশ্য আমাকে প্রান নাশের হুমকি দেয়।বিষয়টি সরেজমিনে খোঁজ খবর নিলে প্রতিবেশীরা ভাংচুর পূর্বক জোর পূর্বক বসত ঘর দখলের সত্যতা নিশ্চিত করেন।

অভিযোগ বিষয়ে রুবিনা জানান,আমার বিশেষ প্রয়োজনে চাচার কাছে টাকা চাইলে তিনি দিতে অস্বীকার করলে বকুল চেয়ারম্যনকে বলি।তিনি তার লোকজন দিয়ে আমার পিতার ঘরে তালা মেরে দিয়েছে।

এ বিষয়ে বাঁগআচড়া ইউপির চেয়ারম্যন মোঃ আব্দুল খালেক জানান,সরকারী কলোনির জমি জমা নিয়ে আমার পরিষদের কর্মচারীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠিয়ে উভয়পক্ষকে মিমাংসার নিমিত্তে ইউনিয়ন পরিষদে ডেকে পাঠায় ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ন রাখতে উভয়পক্ষের তালা ঝুলিয়ে রাখতে বলি।

আজ সকালে শনতে পাই বাঁগআচড়ার একটি সন্ত্রাসীবাহিনী গিয়ে অভিযোগকারীর তালা ভেঙ্গে আসবাবপত্র ফেলে দিয়েছে। সন্ত্রাসী হামলা চালিয়ে স্থানীয় আদালত অবমাননাসহ এলাকা বিশৃঙ্খলা চেষ্ঠা চালানোর পায়তার চালাচ্ছে ঐ বিশেষ বাহিনী।

সংবাদ লেখা কালীন সময়ে সন্ত্রাসী হামলা ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আরো খবর

দুমকিতে কৃষকদল নেতার বিরুদ্ধে চর দখলের অভিযোগ
দুমকিতে কৃষকদল নেতার বিরুদ্ধে চর দখলের অভিযোগ
লংগদুতে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় পণ্য ও অস্ত্র উদ্ধার
লংগদুতে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় পণ্য ও অস্ত্র উদ্ধার
কোস্ট গার্ডের বিশেষ অভিযানে শ্যামনগরে ৪৫ কেজি হরিণের মাংস জব্দ
কোস্ট গার্ডের বিশেষ অভিযানে শ্যামনগরে ৪৫ কেজি হরিণের মাংস জব্দ
দিনাজপুরে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠিত
দিনাজপুরে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠিত
শার্শার গোগা সীমান্তে পরিত্যক্ত অবস্থায় তিনটি তাজা ককটেল উদ্ধার
খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে নিহত-২
খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে নিহত-২
জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হলোঃপ্রধান উপদেষ্টা
জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হলোঃপ্রধান উপদেষ্টা
ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিতের দাবিতে পিসিসিপি’র স্মারকলিপি প্রদান
ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিতের দাবিতে পিসিসিপি’র স্মারকলিপি প্রদান