যশোর আজ শনিবার , ৩১ আগস্ট ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

প্রেস লেখা মোটরসাইকেলে ফেন্সিডিল বহনকালে ছাত্রলীগ নেতা আটক

প্রতিবেদক
Jashore Post
আগস্ট ৩১, ২০২৪ ৯:৫৬ অপরাহ্ণ
প্রেস লেখা মোটরসাইকেলে ফেন্সিডিল বহনকালে ছাত্রলীগ নেতা আটক
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

বেনাপোল প্রতিনিধি :: প্রেস লেখা মোটর সাইকেলে অবৈধ্য মাদকদ্রব্য বহণকালে যশোরের বেনাপোলে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ শেখ মফিজুর রহমান মফিজ ( ২৯) নামে এক ছাত্রলীগ নেতা আটক হয়েছে। আটককৃত বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রামের মৃত শওকত আলীর ছেলে ও দৈনিক নাগরিক ভাবনার শার্শা উপজেলা প্রতিনিধি।

শনিবার ( ৩১ আগষ্ট ) দুপুরে বুজতলা টু পান্তাপাড়া ব্রিজের উপর থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে বিজিবি ৪৯ ব্যাটালিয়ন সদস্যরা। এসময় মাদকবহণ কাজে ব্যাবহৃত হোন্ডা মটরসাইকেল জব্দ করা হয়।

মফিজ বাংলাদেশ ছাত্রলীগের শার্শা উপজেলা শাখার সাবেক সভাপতি ও বেনাপোল পৌর ছাত্রলীগের যুগ্ন আহবায়কসহ  জাতীয় সংবাদিক সংস্থার শার্শা শাখার দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করে আসছে বলে জানা গেছে।

স্থানীয় একাধিক সূত্র জানাই,কথিত সাংবাদিক মফিজ জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা শাখার দপ্তর সম্পাদক পরিচয়ে দীর্ঘদিন ধরেই প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। বেনাপোলের সিএন্ড এজেন্ট ও ট্রান্সপোর্ট ব্যবসায়ী নেতাদের সে নিয়মিত মাদকদ্রব্য সরবারহ করে থাকে।

বেনাপোল আমড়াখালী কোম্পানী কমান্ডার মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি টহল দল পান্তাপাড়া ব্রিজের উপর অভিযান পরিচালনা করে শেখ মফিজুর রহমান মফিজ নামে ১ জনকে আটক করে। এসময় মফিজের ঘাড় ব্যাগ থেকে ১০০ বোতল  ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিল ও বাইকের সিজার মূল্য ২,১১,৫০০/-( দুই লক্ষ এগারো হাজার পাঁচ শত টাকা )।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান,মাদক নির্মূলে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি রাখা হয়েছে। মাদক ব্যবসায়ীরা মাদক পাচারে বেনাপোল সীমান্তকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে আসছে।

ফেন্সিডিলসহ আটক মফিজ একটি পত্রিকার কার্ড বহন করে ও তার ব্যবহৃত মটরসাইকেলে প্রেস স্টিকার লাগিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর চোঁখ ফাঁকি দিয়ে দীর্ঘদিনধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। মফিজের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে আরো জানান।

সর্বশেষ - সারাদেশ