কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি :: গোপালগঞ্জের কাশিয়ানীতে পুলিশ ও সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে গাছ বিক্রির কথা বলে এক গাছ ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ( ২৯ এপ্রিল ) উপজেলার মহেশপুর ইউনিয়নের হিরন্যকান্দি ঢাকা-খুলনা মহাসড়ক এলাকায় এ ঘটনা ঘটেছে।এ ব্যাপারে ভুক্তভোগী বাট্টাইধোবা গ্রামের বাসিন্দা ফারুক ঠাকুর কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী ফারুক ঠাকুরের মুঠোফোনে পুলিশ পরিচয় দিয়ে গাছ বিক্রির কথা বলেন অজ্ঞাত এক ব্যক্তি। ফারুক ঠাকুর ওখানে গেলে দুইজন লোক এসে একজন ‘পুলিশ’ ও অপর জন পোষাক পরিহিত ‘সেনা কর্মকর্তা’ পরিচয় দেন।
এক পর্যায় তারা হিরন্যকান্দি জামেয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদ্রাসার সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের পাশের গাছ বিক্রির করবেন বলে সরেজমিনে নিয়ে দেখান। ওখান থেকে ৪২টি রেইন্ট্রি ও মেহগনি গাছ বিক্রি করবেন বলে জানান। গাছের দাম ৮০ হাজার টাকা নির্ধারণ করা হয় এবং বায়না বাবদ অগ্রিম ৫০ হাজার টাকা দিতে হবে।
কাঠ ব্যবসায়ী ফারুক সরল বিশ্বাসে তাদেরকে নগদ ১৮ হাজার ও বিকাশে ৩২ হাজার টাকাসহ মোট ৫০ হাজার টাকা দেন। বাকি ৩০ হাজার টাকা পরের দিন কালনা মধুমতি সেতুর টোল প্লাজার ওখানে গিয়ে দিয়ে আসতে হবে। কথামতো পরের দিন বুধবার সকাল ৯টায় টাকা দিতে কালনা টোল প্লাজায় গিয়ে তাদের নাম্বারে কল দিলে বন্ধ পাওয়া যায়।পরে বিষয়টি প্রতারণা বলে বুঝতে পারেন তিনি। পরে কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ করেন তিনি।
অভিযোগের বিষয় নিশ্চিত করে কাশিয়ানী থানার ওসি ( দায়িত্বপ্রাপ্ত ) উপপরিদর্শক (এসআই) ইফতেখার ইসলাম বলেন, ‘ভুক্তভোগী ফারুক ঠাকুর বাদী হয়ে একটা লিখিত অভিযোগ করেছেন। অপরাধীদের ধরতে কাজ করছে পুলিশ।’