সর্বশেষ খবরঃ

পলাশবাড়ীর উপসহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে কৃষকের সার ও বীজ বিক্রির অভিযোগ

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা ( বিএস ) খাইরুল ইসলামের বিরুদ্ধে গোপনে কৃষকের সার ও বীজ বিক্রির অভিযোগ উঠেছে।

উপজেলার কৃষি অফিসে উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শুরু করা হয়।

এরই ধারাবাহিকতায় ২নং হোসেনপুর ইউনিয়নের দৌলতপুর ও হোসেনপুর ৫নং ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা ( বিএস ) গত ২২ এপ্রিল দুপুর ১২টার সময় ৫জন কৃষকের নাম দিয়ে ৫০ কেজি এমওপি ৫০ কেজি ডিএবি ও ২৫ কেজি উফশী ধান বীজ বেংগুলিয়া হাইস্কুলের সহকারি শিক্ষক মোঃ রতন মিয়ার মাধ্যমে উত্তোলন করে বড় শিমুলতলা রোডে একটি সারের দোকানে বিক্রি করার সময় স্থানীয়রা দেখে ফেলে এবং সাংবাদিকদের অবগত করেন।

ওইসময় ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা দেখতে পায় সাংবাদিকরা। সেখানে দেখা যায় বেংগুলিয়া হাইস্কুলের সহকারী শিক্ষক মোঃ রতন মিয়া দোকানদারের নিকট সার বিক্রি করছে।

সার বিক্রির বিষয়টি রতনের নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান,একই পরিবারের ৫ জন ব্যক্তি আইডি কার্ড ব্যবহার করে সার ও বিজ উত্তোলন করেন। এসব সার ও বীজ উপসহকারী কৃষি কর্মকর্তা খাইরুল ( বিএস ) বিক্রির জন্য আমাকে বলেন। আমি বাহক হিসেবে এখানে বিক্রির জন্য এসেছি। এখানে আমার কিছুই নেই।

খাইরুল ইসলাম বিএস-এর বাড়ি এবং আমার বাড়ি পাশাপাশি হওয়ায় তিনি মাঝে মধ্যে আমার মাধ্যমে এভাবে সার ও বীজ বিক্রি করতে দেয়।

তিনি আরো বলেন, কাশিয়াবাড়ী রোডস্থ একটি দোকানে বীজ গুলো বিএস আমাকে রাখতে বলেছে আর সার ২ বস্তা ১ হাজার ৭’শত টাকায় বড় শিমুলতলা রোডস্থ দোকানে বিক্রি করতে বলেছে। আমাকে যাহা বলেছে আমি তাই করেছি।

এ সংক্রান্ত বিষয়ে উপজেলার হোসেনপুর ইউনিয়নের মোরশেদা বেগম জানান, উপসহকারী কৃষি কর্মকর্তা খাইরুল ইসলাম আমাদের কাছ থেকে আইডি কার্ড সংগ্রহ করে তালিকা করেন। তালিকায় নাম থাকা সত্ত্বে আমাদের সার ও বীজ দেয় না।

বিএস খাইরুল ইসলাম আমাদেরকে বলেন যে কাউকে কিছু বলেন না। পরের বছর আমি আপনাকে ২/৩ নাম দেব। তিনি আরো জানান, বিএস খায়রুল ইসলামের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।

উপসহকারী কৃষি কর্মকর্তা (বিএস) খাইরুল ইসলামের নিকট এ বিষয় অবগত করলে তিনি জানান, আমি এখন এ বিষয়ে কিছু বলতে পারবোনা। আমার স্যার ঢাকা ট্রেনিংএ আছে তিনি আসলে তার সাথে কথা বলে তারপর এসব বিষয়ে কথা হবে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ ফাতেমা কাওসার মিশু জানান, আমি অফিসের কাজে ঢাকায় আছি। এসব বিষয়ে বিষয়ে কিছুই জানি না। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আরো খবর

পটিয়ার কুসুমপুরায় চক্ষু শিবিরসহ বহুমুখী সেবা কার্যক্রম অনুষ্ঠিত
পটিয়ার কুসুমপুরায় চক্ষু শিবিরসহ বহুমুখী সেবা কার্যক্রম অনুষ্ঠিত
ঢালিউডে দারুণ অভিষেক হচ্ছে তিশার
ঢালিউডে দারুণ অভিষেক হচ্ছে তিশার
খাগড়াছড়িতে দানোত্তম কঠিন চীবর দান উদযাপন
খাগড়াছড়িতে দানোত্তম কঠিন চীবর দান উদযাপন
শহিদুল আলমের মুক্তির চেষ্টা করছে সরকার
শহিদুল আলমের মুক্তির চেষ্টা করছে সরকার
দুমকিতে পুলিশের হাতে গাঁজাসহ দুই যুবক আটক
দুমকিতে পুলিশের হাতে গাঁজাসহ দুই যুবক আটক
বিশ্ব অলি শাহানশাহ হকভান্ডারীর ৩৭তম ওরশ শরীফ উপলক্ষে মোটর র‍্যালী
বিশ্ব অলি শাহানশাহ হকভান্ডারীর ৩৭তম ওরশ শরীফ উপলক্ষে মোটর র‍্যালী
জেলে ও মৎস্য ব্যবসায়ীদের জনসচেতনতায় “ মা ইলিশ” সংরক্ষণ বিষয়ক অভিযান 
জেলে ও মৎস্য ব্যবসায়ীদের জনসচেতনতায় “ মা ইলিশ” সংরক্ষণ বিষয়ক অভিযান 
পলাশবাড়ীতে মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
পলাশবাড়ীতে মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ