সর্বশেষ খবরঃ

দিনাজপুর জেলার ৬ আসনে ২৬ প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ সম্পন্ন

দিনাজপুর জেলার ৬ আসনে ২৬ প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ সম্পন্ন
দিনাজপুর জেলার ৬ আসনে ২৬ প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ সম্পন্ন

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুর জেলার ৬টি আসনে ২৬ প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ সম্পন্ন হয়েছে। ১৮ডিসেম্বর সোমবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর জেলার ৬টি আসনের ২৬ জন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়।

জেলার ৬টি আসনে ৮ টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে এদের মধ্যে ২জন মহিলা প্রার্থী ।নির্বাচনে অংশগ্রহণকারী ৮টি রাজনৈতিক দল হলো-আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃনমূল বিএনপি, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি, ওয়ার্কার্স পার্টি,ইসলামী ঐক্যজোট,মুসলিম লীগ ও জাসদ।দিনাজপুর জেলা নির্বাচন অফিস এ তথ্য নিশ্চিত করেন।

দিনাজপুর-১ আসনে প্রতিক বরাদ্দ পাওয়া ৫ জন প্রার্থী হলেন-আওয়ামী লীগের মনোরঞ্জন শীল গোপাল দলীয় প্রতিক (নৌকা ),ওয়ার্কার্স পার্টির আব্দুল হক ( হাতুড়ী), জাতীয় পার্টির মোঃ শাহিনুর ইসলাম ( লাঙ্গল ) স্বতন্ত্র প্রার্থী মোঃ জাকারিয়া জাকা ( ট্রাক ) ও ন্যাশনাল পিপলস পার্টি(এনপিপি র ) মোঃ জহুরুল ইসলাম ( আম)।

দিনাজপুর-২ আসনে প্রতিক বরাদ্দ পাওয়া ৩ জন প্রার্থী হলেন-স্বতন্ত্র প্রার্থী আনোয়ার চৌধুরী জীবন (ঈগল), আওয়ামী লীগের খালিদ মাহমুদ চৌধুরী (নৌকা) ও জাতীয় পার্টির মোঃ মাহবুব আলম ( লাঙ্গল )।

দিনাজপুর-৩ আসনের প্রতিক পাওয়া ৬জন প্রার্থী হলেন-আওয়ামী লীগের ইকবালুর রহিম (নৌকা), জাতীয় পার্টির আহমেদ শফি রুবেল ( লাঙ্গল ), ইসলামী ঐক্যজোটের মোঃ ফরহাদ আলম ( মিনার ), মুসলিম লীগের আব্দুস সালাম হাত ( পাঞ্জা ) ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির,পারুল সরকার লিনা ( আম) ও স্বতন্ত্র প্রার্থী বিশ্বজিৎ কুমার ঘোষ কাঞ্চন ( ট্রাক )।

দিনাজপুর-৪ আসনে প্রতিক পাওয়া ৪ জন প্রার্থী হলেন-আওয়ামী লীগের আবুল হাসান মাহমুদ আলী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মােঃ তারিকুল ইসলাম তারিক ( ট্রাক ), জাতীয় পার্টির মোঃ মোনাজাত চৌধুরী ( লাঙ্গল ) ও ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির,মোসাঃ আজিজা সুলতানা( আম )।

দিনাজপুর-৫ আসনে প্রতিক পাওয়া ৪ প্রার্থী হলেন-আওয়ামী লীগের এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার (নৌকা), ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির মোঃ শওকত আলী ( আম ) জাতীয় পার্টির মোঃ নুরুল ইসলাম ( লাঙ্গল ) ও স্বতন্ত্র প্রার্থী মোঃ হযরত আলী বেলাল ( ট্রাক )।

এবং দিনাজপুর-৬ আসনে প্রতিক পাওয়া ৪ প্রার্থী হলেন-স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক চৌধুরী ( ট্রাক ), জাসদের মোঃ শাহ আলম বিশ্বাস (মশাল) আওয়ামী লীগের মোঃ শিবলী সাদিক (নৌকা ) ও তৃণমূল বিএনপির মোঃ মোফাজ্জল হোসেন (সোনালী আঁশ )।

দিনাজপুরের ৬টি আসনে মোট ৩৫ জন্য প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে যাচাই-বাছাইয়ে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। আর ৫ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় মোট প্রতিদ্বন্দ্বি প্রার্থী সংখ্যা দাড়ায় ২৬ জনে।

উল্লেখ্য, দিনাজপুর জেলার ৬টি আসনে ৯টি পৌরসভা ও ১০৪টি ইউনিয়নে সর্বমোট ভোটার সংখ্যা ২৫ লাখ ৯ হাজার ৩৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৫৬ হাজার ৭৪০ জন ও মহিলা ভোটার ১২ লাখ ৫২ হাজার ৬৫১ জন। এছাড়া মোট ভোট কেন্দ্র ৮৩০টি ও মোট ভোট কক্ষ ৫ হাজার ৬৬১টি।

আরো খবর

নন্দীগ্রামে ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
নন্দীগ্রামে ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
হরণী ইউনিয়ন পরিষদ সচিবের অপসারণ দাবিতে হাতিয়ায় মানববন্ধন
হরণী ইউনিয়ন পরিষদ সচিবের অপসারণ দাবিতে হাতিয়ায় মানববন্ধন
ভাঙ্গায় ভাংচুরের মামলায় ২২জন গ্রেফতার
ভাঙ্গায় ভাংচুরের মামলায় ২২জন গ্রেফতার
যশোরে ডিসি বদলিঃ প্রশাসনরাজনীতি ও জনস্বার্থের সূক্ষ্ম সেতুবন্ধন
যশোরে ডিসি বদলিঃ প্রশাসন,রাজনীতি ও জনস্বার্থের সূক্ষ্ম সেতুবন্ধন
ফারিয়ার সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক রেজাউল
ধানমন্ডিতে মারধরের শিকার সালমা ইসলাম কারাগারে
ধানমন্ডিতে মারধরের শিকার সালমা ইসলাম কারাগারে
যশোরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের মতবিনিময় ও কমিটি গঠন
যশোরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের মতবিনিময় ও কমিটি গঠন
নারী ইউপি সদস্যের বিরুদ্ধে প্রতিবন্ধী ভাতা ও টিউবওয়েলের টাকা আত্মসাতের অভিযোগ
নারী ইউপি সদস্যের বিরুদ্ধে প্রতিবন্ধী ভাতা ও টিউবওয়েলের টাকা আত্মসাতের অভিযোগ