চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুরে ভাই ভাই সম্পত্তির দ্বন্দ্বের জেরে মাদক নিরাময় কেন্দ্রের ম্যনেজার খুন ও সঙ্গে থাকা আরেক জন সদস্য আহত হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে দিনাজপুর শহরের ক্ষেত্রি পাড়া এলাকায় ।
জানা গেছে দিনাজপুর শহরের মুন্সিপাড়ায় সুনামধন্য প্রতিষ্ঠান আল আমিন মটরস এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মিনহাজুলের বড় ভাই মুশফিকুরের সাথে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে।
এ ঘটনায় গত ৫ অক্টোবর বৃহস্পতিবার মিনহাজুল ইসলাম বাদী হয়ে বড় ভাই মুশফিকুরের বিরুদ্ধে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
গত শুক্রবার ( ৬ অক্টোবর ) দিবাগত রাতে বগুড়া জেলার মাদক নিরাময় কেন্দ্রে থেকে একটি টিম আকস্মিকভাবে ব্যবসায়ী মিনহাজকে মাদকসেবী ও অসুস্থ জানিয়ে তুলে নেওয়ার সময় মিনহাজ মাদক নিরাময় কেন্দ্রের ম্যনেজার নাজমুল হক মাসুদের পেটে ছুরিকাঘাত করে। সেই সাথে সঙ্গে থাকা আরেক সদস্য মাসুম আহত হন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি পর চিকিৎসাধীন অবস্থায় মাসুদ মারা যান। নিহত মাসুদ বগুড়া সদরের মালগ্রাম মধ্যপাড়া প্রাইমারি স্কুল লেনের মৃত মনজুরুলের ছেলে।
স্থানীয়রা জানান,মিনহাজের বড় ভাই মুশফিকুর ছোট ভাইয়ের সম্পত্তি নিজের নামে করতে মামলা হামলাসহ ইতোপূর্বে ৪ বার মিনহাজকে মাদক নিরাময় কেন্দ্রে পাঠান। কিছুদিন আগে মিনহাজ জেলখানা থেকে জামিন বেরিয়ে এলে আবারো হয়রানি করার কারণে মাদক নিরাময়কেন্দ্রে পাঠাতে গেলে এ হতাহতের ঘটনা ঘটে বলে দাবি করেন এলাকাবাসী। এছাড়াও ছুরিকাঘাতে গুরুতর আহত ম্যানেজারকে তাৎক্ষনিক চিকিৎসার জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে না নিয়ে বগুড়া নিয়ে চিকিৎসা করানো জনমনে প্রশ্নবিদ্ধ।
বিষয়টি জানতে মুশফিকুরের সঙ্গে যোগাযোগের চেষ্ঠা চালালেও সাক্ষাৎ না মেলায় বিবৃতি জানা যাইনী। অপরদিকে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করা মিনহাজুল ইসলাম চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।