চন্দন মিত্র( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: মানসিক রোগে আক্রান্ত চিকিৎসাধীন এক রুগি দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চারতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।নিহত দিবাকর দাস(৪৮)দিনাজপুর বীরগঞ্জ উপজেলার সুজালপুর মাষ্টার পাড়া এলাকার সীতানাথ দাসের ছেলে।
শনিবার ( ৪জানুয়ারি )বিকেল সাড়ে তিনটায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মুল ভবনের দক্ষিন পশ্চিম দিকে জেনারেটর রুমের পাশের গলিতে এ ঘটনাটি ঘটে।
লাসের সুরতহাল তদন্তকারী কর্মকর্তা দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশ উপপরিদর্শক ( নিরস্ত্র ) মনিরুজ্জামান বলেন আত্মহত্যাকারী দিবাকর দাস দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভুগছিল।মানসিক যন্ত্রণার কারনে গত ২নভেম্বর ব্রেইন স্ট্রোক করলে তার পরিবার প্রথমে তাকে বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক দিবাকর দাসকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে তাকে মেডিসিন পুরুষ ওয়ার্ডে ভর্তি করানো হয়।গত নভেম্বর মাস থেকেই সে মেডিক্যালে চিকিৎসাধীন ছিল। আজ সে মেডিসিন ইউনিটের চারতলার ছাদ থেকে সকলের অগোচরে নিচে লাফ দিয়ে আত্মহত্যা করে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান বলেন প্রাথমিকভাবে তদন্তে আমরা যেটা জেনেছি সে মানসিকভাবে অসুস্থ ছিল ।দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চলছিল।সকলের চোখ ফাঁকি দিয়ে সে মেডিক্যালের চারতলার ছাদ থেকে নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেছে । এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।