যশোর আজ বৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০২৩ ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

ডেঙ্গুতে ১দিনে ১৬জনের মৃত্যু

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ৫, ২০২৩ ৯:৫২ পূর্বাহ্ণ
ডেঙ্গুতে ১দিনে ১৬জনের মৃত্যু
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন। এ নিয়ে অক্টোবরের চার দিনে মারা গেলেন ৫৭ জন। স্বাস্থ্য অধিদফতরের হিসাবে,এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৬ জনের।

বুধবার ( ৪ অক্টোবর ) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৫৬৪ জন। তাদের মধ্যে ৭২০ জন ঢাকার এবং ঢাকার বাইরে ১ হাজার ৮৪৪ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়,সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯ হাজার ২৮৪ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই ২ হাজার ৯৪৫ জন। আর বাকি ৬ হাজার ৩৩৯ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে।

এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২ লাখ ১৪ হাজার ২৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ লাখ ৩ হাজার ৯১৭ জন।

সর্বশেষ - লাইফস্টাইল