গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন। এ নিয়ে অক্টোবরের চার দিনে মারা গেলেন ৫৭ জন। স্বাস্থ্য অধিদফতরের হিসাবে,এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৬ জনের।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৫৬৪ জন। তাদের মধ্যে ৭২০ জন ঢাকার এবং ঢাকার বাইরে ১ হাজার ৮৪৪ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়,সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯ হাজার ২৮৪ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই ২ হাজার ৯৪৫ জন। আর বাকি ৬ হাজার ৩৩৯ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে।
এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২ লাখ ১৪ হাজার ২৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ লাখ ৩ হাজার ৯১৭ জন।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost