যশোর আজ বৃহস্পতিবার , ২৮ অক্টোবর ২০২১ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

জেসন হোল্ডার যুক্ত হলো ওয়েস্ট ইন্ডিজ দলে

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ২৮, ২০২১ ৯:৩৭ অপরাহ্ণ
জেসন হোল্ডার যুক্ত হলো ওয়েস্ট ইন্ডিজ দলে
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ডেকেছে সাবেক অধিনায়ক জেসন হোল্ডারকে। ডান পায়ের চোট নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া ফাস্ট বোলার ওবেড ম্যাককয়ের পরিবর্তে জেসন হোল্ডার যুক্ত হলো ওয়েস্ট ইন্ডিজ দলে। আইসিসি হোল্ডারের অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছেন।

২৭টি টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটারের বাংলাদেশের বিপক্ষে খেলতে বাধা নেই। ওয়েস্ট ইন্ডিজ প্রধান নির্বাচক রজার হার্পার বলেছেন, সংযুক্ত আরব আমিরাতে ছিলেন হোল্ডার। টিম ইউনিটে তিনি ফিট হয়েই ঢুকছেন। তিনি অভিজ্ঞ ও বিজ্ঞ ক্রিকেটার,যিনি সুযোগ লুফে নিতে মরিয়া।

গত শনিবার শারজায় দক্ষিণ আফ্রিকার কাছে ৮ উইকেটে হারের ম্যাচে চোট পান ম্যাককয়। সুপার টুয়েলভে দুটি ম্যাচ খেলে দুটোতেই হেরেছে উইন্ডিজ। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার লক্ষ্যে শুক্রবার বাংলাদেশের মুখোমুখি হবে তারা।

কোভিড কোয়ারেন্টাইন নিয়মের কারণে এবার বোর্ডের খরচে রিজার্ভ খেলোয়াড় রাখার অনুমোদন দিয়েছিল আইসিসি। ওই তালিকায় ছিলেন ১৯৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা হোল্ডার। ২৯ বছর বয়সী অলরাউন্ডার সবশেষ আমিরাতে হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন।

বিশ্বকাপ শুরুর আগেই ওয়েস্ট ইন্ডিজ গোড়ালির ইনজুরিতে হারায় ফ্যাবিয়ান অ্যালেনকে। তার স্থলাভিষিক্ত হয়েছেন আকিল হোসেন।

সর্বশেষ - লাইফস্টাইল