যশোর আজ বৃহস্পতিবার , ১৭ মার্চ ২০২২ ১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

জুভেন্টাসের বিদায়,শেষ আটে চেলসি

প্রতিবেদক
Jashore Post
মার্চ ১৭, ২০২২ ৬:৫০ অপরাহ্ণ
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

জুভেন্টাসের বিদায় হলেও চেলসি নিশ্চিত করেছে শেষ আট। লিলের মাঠ থেকে ফিরেছে ২-১ গোলের জয় নিয়ে। ১৩ মিনিটের ঝড়ে সব শেষ জুভেন্টাসের! ঘরের মাঠেই কিনা হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিলো ইতালির সবচেয়ে সফল দলটি। তাও আবার ভিয়ারিয়ালের বিপক্ষে,ধারেভারে-ঐতিহ্যে যারা ধারেকাছেও নেই তুরিনের ক্লাবটির।

হঠাৎ ওঠা ঝড়ে ৩-০ গোলে হেরে বিদায়ঘণ্টা বেজে গেছে জুভেন্টাসের। দুই লেগ মিলিয়ে ৪-১ অগ্রগামিতায় কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে ভিয়ারিয়াল। তবে চ্যাম্পিয়নস লিগের শেষ আট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। লিলকে ২-১ গোলে হারিয়ে ৪-১ অগ্রগামিতায় সহজেই পেয়েছে পরের রাউন্ডের টিকিট।

শেষ ষোলোর প্রথম লেগে ভিয়ারিয়ালের মাঠে ১-১ গোলে ড্র করে এসেছিল জুভেন্টাস। ফিরতি লেগ নিজেদের মাঠে হওয়ায় শেষ আটে তাদের যাওয়ার সম্ভাবনাই ছিল বেশি। আলিয়েঞ্জ স্টেডিয়ামে শুরুর দিকে ইতালিয়ান ক্লাব যেভাবে আক্রমণ ও সুযোগ তৈরি করেছে, তাতে পরের রাউন্ডের দাবিদার ছিল তারাই। পারফরম্যান্স বিবেচনায় ‍ভিয়ারিয়ালের ম্যাচ জেতা ও কোয়ার্টার ফাইনালে যাওয়া বিস্ময়জাগানিয়া।

ম্যাচের সব উত্তেজনা জমা ছিল শেষ ১৩ মিনিটে। ৭৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় সফরকারীরা। নিজেদের সীমানায় দানিয়ের রুগানি ফাউল করে বসেন কোকেলিনকে। ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক নিতে আসা জেরার্দ মরেনো বল জালে উড়িয়ে এগিয়ে নেন ভিয়ারিয়ালকে।

৮৫ মিনিটে আবারও স্প্যানিশ ক্লাবটির গোল উদযাপন। এবার স্কোরশিটে নাম তোলেন পাও তোরেস। কর্নার থেকে উড়ে আসা বলে হেড করে গোলমুখে বাড়ান সের্গে অরিয়ের। এরপর ফ্লিকে বল জালে জড়ান তোরেস। ২-০ গোলে পিছিয়ে পড়ে বিদায়ের ঘণ্টা শুনতে পাচ্ছিল জুভেন্টাস। তবে তাদের হতাশার শেষটা তখনও হয়নি। টিকে থাকার সামান্য আশা থাকলেও সেটা একেবারে শেষ হয়ে যায় যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ভিয়ারিয়াল তৃতীয় গোল পেলে। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে সফরকারীদের দুর্দান্ত এক জয় এনে দেন আরনট দানজুমা। যদিও শুরুতে লিড পেয়েছিল ফরাসি ক্লাবটি।

সর্বশেষ - লাইফস্টাইল