যশোর আজ মঙ্গলবার , ৬ জুন ২০২৩ ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

চৌগাছা সীমান্তে বিজিবির অভিযানে ২৬পিস স্বর্ণবার উদ্ধার

প্রতিবেদক
Jashore Post
জুন ৬, ২০২৩ ৫:৩৪ অপরাহ্ণ
চৌগাছা সীমান্তে বিজিবির অভিযানে ২৬পিস স্বর্ণবার উদ্ধার
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

যশোর প্রতিনিধি :: যশোরের চৌগাছা সীমান্তে ২৬টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৩কেজি ২৩ গ্রাম ও বাজার মূল্য তিন কোটি দুই লাখ ত্রিশ হাজার টাকা।

সোমবার ( ৫ জুন ) সকালে উপজেলার শাহাজাদপুর সীমান্তের কাবিলপুর গ্রামের কমিউনিটি ক্লিনিক মোড়ে চোরাকারবারীদের চ্যালেঞ্জ করে এই সোনার বার জব্দ করে শাহাজাদপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা। তবে কোন পাচারকারীকে আটক করতে পারেনী বিজিবি।

এদিন বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বিজবির ৪৯ যশোর ব্যাটালিয়ন কমান্ডার লেঃ কর্ণেল মিনহাজ উদ্দিন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকালে ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়ন সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে  যশোর জেলার চৌগাছা উপজেলার কাবিলপুর গ্রামের কমিউনিটি ক্লিনিক মোড় সীমান্ত এলাকায় অবস্থান নেয়। সকাল ৯টার দিকে টহলদলটি দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ভারতের দিকে যেতে দেখে তাদেরকে থামার নির্দেশ দেয়।

তখন ওই দুইজন না থেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বিজিবি টহলদল তাদের ধাওয়া দিয়ে আটকের চেষ্টা করলে তারা পালিয়ে যায়। টহলদল ওই এলাকা অনুসন্ধান করলে শূন্য লাইন হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাঠের মধ্যে কর্দমাক্ত অবস্থায় গামছা মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করে।

পরে গামছা খুলে তল্লাশী করে আনুমানিক ৩.০২৩ কেজি ওজনের মোট ২৬ টি সোনার বার উদ্ধার করা হয়। সোনার বারগুলো গামছার ভিতরে স্কস টেপ দ্বারা পেচানো অবস্থায় অভিনব কায়দায় লুকায়িত ছিলো।

আটককৃত সোনার বারগুলো চৌগাছা থানায় মামলা দায়ের এর মাধ্যমে ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেন।

সর্বশেষ - লাইফস্টাইল