খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :: খাগড়াছড়ি সরকারী কলেজ ও চেঙ্গী স্কয়ারে গ্রাফিতি অঙ্কনের সময় আইনশৃংখলা বাহিনীদের বাঁধা ও ছাত্রদের ওপর লাঠিচার্জ করে এক শিক্ষার্থীকে তুলে নিয়ে নির্যাতনের প্রতিবাদে খাগড়াছড়ি শহরে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খাগড়াছড়ির শিক্ষার্থীরা।
সোমবার( ১২ আগস্ট ) বিকালের দিকে শিক্ষার্থীদের ওপর আইনশৃংখলা বাহিনীদের হামলার পরে প্রতিবাদে মিছিলেরআ হ্বান জানান খাগড়াছড়ি সদরস্থ শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে গিয়ে হামলার স্থানে গিয়ে প্রতিবাদ স্বরূপ গ্রাফিতিঅঙ্কন করেন।
এতো “ছবি আঁকতে বাঁধা কেন, প্রশাসনের জবাব চাই”সহ বিভিন্ন ধরনের শ্লোগান দেয়া হয়। গ্রাফিতির আঁকার শেষে
এক মিছিল বের করা হয়। মিছিলটি খাগড়াছড়ি সরকারী কলেজ গেইট থেকে শুরু করে চেঙ্গী স্কয়ার, শাপলা চত্বর প্রদক্ষিণ করেকোর্ট বিল্ডিং ঘুরে এসে মুক্ত মঞ্চে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শত শত সাধারণ শিক্ষার্থী অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গ্রাফিতি অঙ্কনের সময় আইনশৃংখলা বাহিনীদের অতর্কিতভাবে হামলা করে লাঠি চার্জ করে প্রনয় চাকমা নামে একজন শিক্ষার্থীকে তুলে নিয়ে যায়। এতে প্রনয় চাকমা আহত হয় ও তার মোবাইল লাঠির আঘাতে ভেঙে দেয়া হয়।
নাম প্রকাশের অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, খাগড়াছড়ির সাধারণ শিক্ষার্থীরা জেলা শহরের চেঙ্গী স্কয়ার এলাকায় দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন করার সময় হঠাৎ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে এলোপাতারিভাবে লাঠি চার্জ করতে থাকে এবং আর্টের রঙসহ সবকিছু নষ্ট করে দেয়া হয়। এসময় আমাতের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে। তাদের আক্রমনে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হলে প্রনয় চাকমা নামে একজন শিক্ষার্থীকে ধরে নিয়ে যায়। এতে সাধারণ শিক্ষার্থীরা আরো বেশী ক্ষুব্দ হয়।
পরে শিক্ষার্থীদের চাপের মুখে প্রনয় চাকমাকে ছেড়ে দিতে বাধ্য হয় বলে জানান।