যশোর আজ মঙ্গলবার , ১১ জুন ২০২৪ ১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

গোবিন্দগঞ্জে জমে উঠেনি কোরবানির পশুর হাট

প্রতিবেদক
Jashore Post
জুন ১১, ২০২৪ ৯:৫৮ পূর্বাহ্ণ
গোবিন্দগঞ্জে জমে উঠেনি কোরবানির পশুর হাট
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: এখনো জমে উঠেনি কোরবানির পশুর হাট। হাটে প্রচুর পরিমান গরু, ছাগল উঠলেও তুলনা মাফিক ক্রেতা এখনো চোখে পড়েনি।

গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঐতিহ্যবাহী গোলাপবাগ হাটের গো-হাটি এবার মহাসড়ক সম্প্রসারণের কাজ চলমান থাকায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানান্তরিত হয়েছে। সপ্তাহের রবি, বৃহস্পতিবার খামারি ও ক্রেতা সাধারণের সুবিধার্থে এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন পৌরবাসী।

জানা যায়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে উপজেলার সবচেয়ে বড় এ হাটটিতে হাজার হাজার কোরবানিযোগ্য গরু এবং ছাগল আমদানি হয়। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যাপারীরা এ হাট থেকে পশু কিনে অন্যত্র নিয়ে বিক্রি করে। পশু আনা-নেওয়ার জন্য ভটভটি, পিকআপ ও ট্রাকের যাতায়াতের সুবিধার্থে ঈদ উপলক্ষে হাটের স্থান পরিবর্তন সর্বমহলে প্রশংশা কুড়িয়েছে।

হাট ইজারাদার ফুল মিয়া জানান, গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন মার্কেট এবং মহাসড়ক সংলগ্ন সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলায় কর্তৃপক্ষের সম্মতিক্রমে সাময়িকভাবে গো-হাটি এখানে আনা হয়েছে। এখানে ক্রেতা ও বিক্রেতা উভয়ই সুবিধা পাবে।

বিষয়টিতে পৌর মেয়র মুকিতুর রহমান রাফি বলেন, মহাসড়ক সম্প্রসারণ কাজ চলমান থাকায় যানজট এড়িয়ে ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তি অনেকটাই কমবে বলে আমি আশা করছি।

সর্বশেষ - লাইফস্টাইল