যশোর আজ শুক্রবার , ২৬ এপ্রিল ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

গাইবান্ধায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

প্রতিবেদক
Jashore Post
এপ্রিল ২৬, ২০২৪ ৯:৪৮ অপরাহ্ণ
গাইবান্ধায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রিকশাচালক নিহত
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

আঃ খালেক মন্ডল (গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধা সদর উপজেলায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আশরাফ আলী (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় সাদেকুল ইসলাম ( ৩৫) আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি ) মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সুন্দরগঞ্জে-কুপতলা সড়কের ৭৫ নম্বর রেলগেট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত আশরাফ আলী সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের সাহার ভিটার গ্রামের মৃত ফয়জার রহমানের পুত্র। অভিযুক্ত সাদেকুল কুপতলা ইউনিয়নের রামপ্রসাদ গ্রামের আবুল হোসেনের পুত্র। এ ঘটনায় নিহতের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে শুক্রবার সকালে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ওসি মাসুদ রানা জানান, বৃহস্পতিবার রাতে আশরাফ রিকশা নিয়ে কুপতলা থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় তিনি ৭৫ নম্বর রেলগেট এলাকায় পৌঁছালে ছিনতাইয়ের উদ্দেশ্যে আগে থেকে ওৎ পেতে থাকা সাদেকুল তার পথ রোধ করেন। এ সময় ছুরি দেখিয়ে রিকশা এবং চাবি দিয়ে চালককে চলে যেতে বলেন।

এক পর্যায়ে উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে রিকশাচালক আশরাফ আলীর পেটে ছুরিকাঘাত করেন ছিনতাইকারী সাদেকুল।পরে আহত অবস্থায় স্থানীয়রা আশরাশকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাত ২টার দিকে অভিযুক্ত সাদেকুল ইসলামকে আটক করা হয় বলে তিনি জানান।

সর্বশেষ - সারাদেশ