স্টাফ রিপোর্টার :: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৬ এর অভিযানে খুলনায় ১টি ওয়ান শুটারগান ৪ রাউন্ড কার্তুজসহ সুমন ( ১৯ )নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শুক্রবার ( ২৫ আগস্ট ) কেএমপি খুলনার হরিনটানা থানাধীন কৈয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ঐ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে খুলনা র্যাব-৬ এর স্পেশাল কোম্পানির আভিযানিক দল।
গ্রেফতারকৃত খুলনা জেলার হরিনটানা থানা এলাকার নুর ইসলামের ছেলে।অভিযানকালীন সময়ে উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃতের হেফাযতে থাকা ১টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান, ৪টি কাতুর্জ ও ১টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু পূর্বক জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে হরিনটানা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্র নিশ্চিত করেন।