যশোর আজ সোমবার , ৭ অক্টোবর ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

খাগড়াছড়িতে বাজার ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেফতার-৫

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ৭, ২০২৪ ৪:১৩ অপরাহ্ণ
খাগড়াছড়িতে বাজার ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেফতার-৫
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) প্রতিনিধি:: খাগড়াছড়িতে বাজার ভাঙচুর, সহিংসতা ও লুটপাটের ঘটনায় ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ৷

গত ( ১লা অক্টোবর )খাগড়াছড়ি সদরস্থ মহাজনপাড়া ও পানখাইয়াপাড়া রোড সংলগ্ন বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন দোকানপাট ভাঙচুর, দোকানের মালামাল ও নগদ টাকা চুরির ঘটনায় এজাহার নামীয় ও অজ্ঞাতনামা আসামীগণ নিয়ে যায় এবং অগ্নিসংযোগ করে দোকান সমূহের ব্যাপক ক্ষতিসাধনসহ কল্যাণপুরস্থ কে এস টি সি ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ও মালামাল ভাঙচুর করা হয় ।

এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করার পর খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল ঘটনার সঙ্গে জড়িত আসামীদের গ্রেফতারের জন্য খাগড়াছড়ি সদর থানার অফিসারদের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করেন।পুলিশের একটি চৌকস টিম পুলিশ সুপার সার্বিক দিকনির্দেশনায় খাগড়াছড়ি সদর থানার বিভিন্ন স্থানে রাত্রীকালীন বিশেষ অভিযান

পরিচালনা করে গত রবিবার ( ০৬অক্টোবর ) রাতে এপিবিএন মুসলিম পাড়ার লুৎফর রহমান ( ৪৫ ), মোঃ নূর মোহাম্মদ,শালবাগান এলাকার মোঃ ইসমাইল হোসেন,শাহাজাদায়ে ইমরান চৌধুরী (৩৪) ও মোঃ কামরুল (৩৫) নামে ৫জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানায়,গ্রেফতারাকৃত আসামীদেরকে বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। পলাতক আসামীদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ - সারাদেশ