খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: পাহাড় আর সবুজ প্রকৃতির শহর খাগড়াছড়ি এবার যেন রঙিন হয়ে উঠেছে জ্ঞানের আলোয়।এবারের ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা,যার প্রতিপাদ্য: “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়,সেরা হবো বিশ্বময়”।
শুক্রবার দুপুরে জেলা শহরের অফিসার্স ক্লাব অডিটোরিয়ামে আয়োজিত এই জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার সমাপনী অনুষ্ঠান ও শ্রেষ্ঠ প্রজেক্ট তৈরির স্টলদের পুরস্কার ও সম্মাননা স্বারক প্রদান করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
অতিরিক্তি জেলা প্রশাসক রুমানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত তিনদিনব্যাপি এ বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ স্বপ্নের প্রদর্শনী অংশ নেয়া বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের তৈরি করা নতুন নতুন প্রজেক্ট প্রদর্শন ও প্রজেক্ট সম্পর্কে উপস্থাপন করা হয়।
এসব মডেল শুধু প্রযুক্তিগত দক্ষতাই নয়, ছাত্রছাত্রীদের সমস্যা সমাধানের চিন্তাভাবনার প্রমাণও দেয়। বিশেষ করে পাহাড়ি অঞ্চলের নির্দিষ্ট চাহিদা মাথায় রেখে তৈরি করা কিছু উদ্ভাবন মুগ্ধ করেছে দর্শকদের।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান,“আমাদের এলাকায় ইন্টারনেট বা বিদ্যুৎ সবসময় পাওয়া যায় না, তাই আমরা এমন প্রযুক্তি নিয়ে কাজ করেছি যা কম শক্তিতে চলবে।”
অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি )রুমানা আক্তার বলেন,”তথ্যপ্রযুক্তি নির্ভর বিশ্বে টিকে থাকতে হলে আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে। প্রতিবছরের তুলনায় এবছর ব্যাপক ছাড়া পেয়েছে।
জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান চর্চার অলিম্পিয়াড নিয়ে কুইজ প্রতিযোগিতা ও সেমিনারের মাধ্যমে যে আগ্রহ সৃষ্টি হলো,আমি মনে করি এটি তাদের দীর্ঘদিনের চর্চার মাধ্যমে বাস্তবতায় পরিনত করতে পেরেছে।
আমাদের পার্বত্য খাগড়াছড়ি প্রত্যন্ত অঞ্চল হলেও,আমাদেরকে যে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করেছে এবং নতুন মাত্রা সৃষ্টি করেছে। উদ্ভাবনী সৃষ্টি তারা যেন প্রযুক্তির মাধ্যমে নিজের এবং সমাজের পরিবর্তন ঘটাতে পারে এমন টা প্রত্যাশা থাকবে।
এ সময় খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা,খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমা,সদর থানার অফিসার্স ইনচার্জ মোঃ আব্দুর বাতেন মৃধা-সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।