যশোর আজ শুক্রবার , ২২ মার্চ ২০২৪ ১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

কেশবপুরে ইউনিয়ন পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Jashore Post
মার্চ ২২, ২০২৪ ৭:১৪ অপরাহ্ণ
কেশবপুরে ইউনিয়ন পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

রনি হোসেন,কেশবপুর প্রতিনিধি :: কেশবপুরে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর আয়োজনে ইউনিয়ন পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা বৃহস্পতিবার সকালে মজিদপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশের সভাপতিত্বে ও ব্র্যাকের আইনি সহায়তা কর্মসূচির ডেপুটি ম্যানেজার ফাতেমা খাতুনের পরিচালনায় অনুষ্ঠিত সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, প্রধান শিক্ষক মতলেব আলী, প্রধান শিক্ষক নুরুন্নাহার ডলি-

পরিত্রাণের প্রজেক্ট ম্যানেজার উজ্জ্বল কুমার দাস, ইউপি সচিব আবুল হোসেন,প্যানেল মেয়র আব্দুর রহমান, ইউপি সদস্য এম সাইফুর রহমান, জিয়াউর রহমান, আব্দুস সামাদ, মহিউদ্দীন বুলবুল, মনিরুজ্জামান, আসাদুজ্জামান, হামিদা বেগম, রেশমা খাতুন, নাজমা খাতুন, দলিতের মোবিলাইজার নিকোলাস মিস্ত্রী, নিকাহ রেজিষ্ট্রার আব্দুল লতিফ, ইমাম ও খতিব আব্দুল হামিদ, সাংবাদিক শংকর কুমার দাস প্রমুখ।

সমন্বয় সভায় সার্বিক সহযোগিতা করেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর সহযোগী অফিসার নাজমুন নাহার।

সর্বশেষ - লাইফস্টাইল