যশোর আজ সোমবার , ২৫ অক্টোবর ২০২১ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

উলাশী ইউনিয়নে দলীয় মনোনয়ন পরিবর্তনে প্রার্থী রফিকুল ইসলাম

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ২৫, ২০২১ ১২:৩৪ অপরাহ্ণ
উলাশী ইউনিয়নে দলীয় মনোনয়ন পরিবর্তনে প্রার্থী রফিকুল ইসলাম
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

শার্শা প্রতিনিধি :: যশোরের শার্শা উপজেলার ৯ নং উলাশী ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী পরিবর্তিত হয়েছে। ইউনিয়নটির বর্তমান চেয়ারম্যান আয়নাল হকের পরিবর্তে রফিকুল ইসলামকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু জানান,হাইকমান্ডের সিদ্ধান্ত মোতাবেক বর্তমান চেয়ারম্যান আয়নাল হকের পরিবর্তে রফিকুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে শুনেছি।

আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষ্যে ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ( ২২ অক্টোবর ) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয় হতে দেশের অন্যান্য উপজেলার ন্যায় শার্শা উপজেলার ১০টি ইউনিয়নের দলীয় মনোনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশ হয়। যেখানে উলাশী ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসাবে বর্তমান চেয়ারম্যান আয়নাল হকের নাম প্রকাশ হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মনোনয়ন প্রাপ্তদের প্রকাশিত তালিকা ছড়িয়ে পড়লে,এলাকায় মিস্টি বিতরন করেন আয়নাল চেয়ারম্যানের সমর্থকরা। কয়েক ঘন্টার ব্যাবধানেই বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতির স্বাক্ষরিত চুড়ান্ত দলের মনোনয়ন তালিকা ( চিঠি) প্রকাশ হলে দলীয় প্রার্থী পরিবর্তনের বিষয়টি জানা যায়।মনোনয়ন পরিবর্তনের কারন জানতে সাক্ষাৎ না মেলায় চেয়ারম্যান আয়নাল হকের বিবৃতি জানা সম্ভব হয়নী।

শার্শা উপজেলার উলাশী ইউনিয়নে আকস্মিক দলীয় মনোনয়ন পরিবর্তন নিয়ে তৃনমূল নেতা-কর্মীদের মাঝে কৌতুহল সৃষ্টি হয়েছে। উপজেলা জুড়ে চায়ের দোকান হতে রাজনৈতিক টেবিল আলোচনার সর্বত্র রয়েছে উলাশী ইউনিয়নের মনোনয়ন পরিবর্তনের আলোচনা।

অপরদিকে উলাশী ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থী পরিবর্তনে খুশী রফিকুল ইসলাম সমর্থকরা। তারা এখন দলীয় প্রতিকের প্রার্থীর পক্ষে এলাকায় প্রচার-প্রচারনায় ব্যাস্ত সময় পার করছেন।

রফিকুল ইসলাম বর্তমানে উলাশী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রয়েছেন। বিগত ১৩ বছর ধরে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও একটানা ১৫ বছর ধরে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসাবে এলাকাবাসীর সুখ্যাতি অর্জন করেছেন।

শার্শার প্রবীন রাজনিতীবিদরা ধারনা করছেন প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার ঘোষণা দূর্দীনের রাজপথের পোড় খাওয়া সৈনিক ও তৃণমূলের নেতা-কর্মীদের মূল্যায়ণ ঘোষণার অংশ হিসাবে উলাশী ইউনিয়নে এই পরিবর্তন। উল্লেখ্য আগামী ২৮ নভেম্বর নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী এই উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - লাইফস্টাইল