যশোর আজ শনিবার , ৬ এপ্রিল ২০২৪ ১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

উদ্ধারের পর ২৭ জেলেকে ফেরত দিলো ভারত

প্রতিবেদক
Jashore Post
এপ্রিল ৬, ২০২৪ ১০:২৩ পূর্বাহ্ণ
উদ্ধারের পর ২৭ জেলেকে ফেরত দিলো ভারত
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোর্টার :: মাছ ধরার সময় ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরের ভারতীয় সীমানায় ভাসতে থাকা বাংলাদেশি ‘এফভি সাগর-০২’ ট্রলারের ২৭ জেলেকে উদ্ধার করে ফেরত দিয়েছে ভারত।

বৃহস্পতিবার ( ৪ এপ্রিল ) সন্ধ্যায় দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখায় ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ ‘ আইসিজিএস আমোঘ ’ ২৭ জন জেলেসহ ট্রলারটি বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে। পরে মালিক রতন দাসের কাছে জেলে ও ট্রলার হস্তান্তর করা হয়।

শুক্রবার (৫ এপ্রিল ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,গত ১ এপ্রিল চট্টগ্রামের কুতুবদিয়া থেকে ‘এফভি সাগর-০২’ নামের ট্রলার ২৭ জন জেলে নিয়ে মাছ ধরতে সমুদ্রে যান। গতকাল বৃহস্পতিবার দুপুরে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়। স্রোতে ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ট্রলারটি ভারতীয় জলসীমায় প্রবেশ করে।

বিষয়টি ভারতীয় কোস্ট গার্ড জাহাজ ‘আইসিজিএস আমোঘ’ এর দৃষ্টিগোচর হলে তারা দ্রুত জেলেসহ ট্রলারটি উদ্ধার করে এবং বাংলাদেশ কোস্ট গার্ডকে অবহিত করে।

গতকাল সন্ধ্যায় উভয় দেশের দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখায় ভারতীয় কোস্ট গার্ড জাহাজ ‘আইসিজিএস আমোঘ’ ২৭ জন জেলেসহ ট্রলারটি বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে।

 

সর্বশেষ - লাইফস্টাইল