রনি হোসেন, কেশবপুর প্রতিনিধি :: যশোর জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি, উপজেলা বিএনপি’র সফল সভাপতি ও মজিদপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান কেশবপুরবাসীর প্রাণপ্রিয় নেতা শহীদ আবু বকর আবু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২১ সেপ্টেম্বর ) বিকেলে আবু বকর আবু হত্যার বিচার দাবির সমন্বয়ক পরিষদের আয়োজনে কেশবপুর পৌরশহরের দৌলত বিশ্বাস চত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আবু বকর আবু হত্যার বিচার দাবির সমন্বয়ক পরিষদের প্রধান সমন্বয়ক ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
এসময় উপস্থিত ছিলেন, শহীদ আবু বকর আবুর আপন ভাই আবুল কাসেম, বোন আঞ্জুমান আরা খাতুন,ভাইপো কবিরসহ উপজেলা বিএনপি ও সকল ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং শহীদ আবু বকর আবু হত্যার বিচার দাবির সমন্বয়ক পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।