যশোর আজ সোমবার , ৩১ অক্টোবর ২০২২ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

অভিনেত্রী সামান্থা বিরল রোগে আক্রন্ত

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ৩১, ২০২২ ১০:২৭ পূর্বাহ্ণ
অভিনেত্রী সামান্থা বিরল রোগে আক্রন্ত
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

সামান্থা রুথ প্রভু মায়োসাইটিস রোগে আক্রান্ত।তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়।বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এ অভিনেত্রী।সামান্থা নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘যশোদা’র ট্রেলার। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেখা যায়নি তাকে। তখন অনেকেই ধারণা করেছিলেন, হয়তো সামান্থা কোনো কারণে ছবির সঙ্গে যুক্ত কারও সঙ্গে অভিমান করেছেন।

তবে ট্রেলার প্রকাশের দুই দিন পরই নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করেন তিনি।সেখানে তিনি লিখেছেন, যশোদার ট্রেলার দেখে আপনারা যা প্রতিক্রিয়া দিয়েছেন তাতে আমি উচ্ছ্বসিত।

আপনাদের সঙ্গে যে ভালোবাসার সম্পর্ক, এটা তারই প্রতিফলন আর এটাই আমার জীবনের অনন্ত চ্যালেঞ্জ অতিক্রম করতে শক্তি জোগান দেয়। কিছু মাস আগেই আমার শরীরে একটি অটোইমিউন কন্ডিশন ধরা পড়ে, যার নাম মায়োসাইটিস।সুস্থ হওয়ার পরই আমি এই খবর জানাব আশা করেছিলাম।

কিন্তু আমি যতটা সময় ভেবেছিলাম, সুস্থ হতে তার থেকে একটু বেশি সময় লাগবে। ধীরে ধীরে আমি বুঝতে পারছি, আমাদের সবসময় শক্তিশালী থাকার দরকার নেই। কখনও কখনও এই যে অসুবিধার সঙ্গে আমি লড়ছি, তারও দরকার আছে।

চিকিৎসকেরা আত্মবিশ্বাসী যে আমি খুব তাড়াতাড়ি পুরোপুরি সুস্থ হয়ে উঠব।শারীরিক ও মানসিকভাবে ভালো দিন, খারাপ দিন পার করে এসেছি। যখন মনে হচ্ছিল যে আর এক দিনও আমি এই পরিস্থিতি সহ্য করতে পারব না,সেই সময়ও পেরিয়ে গেছে। এখন প্রতিদিন মনে হয়, সুস্থ হওয়ার দিকে আরও এক কদম এগোলাম। এটাও পার হয়ে যাবে।

প্রসঙ্গত,সামান্থা রুথ প্রভু তেলুগু মাতিয়ে এখন পুরো ভারতে সমান জনপ্রিয়। বলিউডে তাকে দেখার জন্য উদগ্রীব দর্শক। সম্প্রতি মুক্তি পেয়েছে তার আগামী ছবি ‘যশোদা’র ট্রেলার। কিন্তু এরই মাঝে মন খারাপের খবর জানালেন এই অভিনেত্রী।

সর্বশেষ - সারাদেশ