হানিফ সাকিব :: নোয়াখালী জেলার বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মানিক বাজারে অবস্থিত স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ”সোনাদিয়া মডেল নূরানী মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও মরহুম হাজী জিয়াউলহক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক আমেরিকান প্রবাসী সাইফুল ইসলাম ভূঁইয়া।
তার আগমন উপলক্ষে শনিবার ( ১২ অক্টোবর ) সকালে স্থানীয় মানিক বাজার অবস্থিত সোনাদিয়া মডেল নূরানী মাদ্রাসার মিলনায়তন মাদ্রাসার পরিচালনা পর্ষদ এর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার দাতা সদস্য হাজী আবুল কালাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাদিয়া মডেল নূরানী মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও মরহুম হাজী জিয়াউলহক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক আমেরিকান প্রবাসী সাইফুল ইসলাম ভূঁইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউল হক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবুল কাশেম,মাওলানা মাহমুদ রহমান খাজা,লুৎফুল্লাহ হিল হুসাইন, সাংবাদিক আমির হামজা।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, মাদ্রাসা কমিটির সভাপতি মোঃ আবুল হাশেম,সহসভাপতি মাসুম মান্না, সেক্রেটারিঃ আলা উদ্দিন শিক্ষক , সহ-সেক্রেটারীঃ মোঃ বেলাল উদ্দিন,মোঃ রাকিবুল ইসলাম, কোষাধ্যক্ষ ড়া আরিফুল ইসলাম, প্রমুখ সহ কমিটির সকল সদস্যবৃন্দ,এ সময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন, ছাত্রছাত্রী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখিত শনিবার ১২ অক্টোবর সকাল ঢাকা থেকে এসে তমরউদ্দি ঘাটে অবস্থা করে। সেখান থেকে তাকে প্রায় ৫ শতাধিক লোকজন ফুলদিয়ে শুভেচ্ছা বিনিময় করে।।সেখান থেকে এসে সাইফুল ইসলাম ভূঁইয়া তারা দাদা,দাদী,নানা,নানীর কবর জিয়ারত করেন।এবং সোনাদিয়া ইউনিয়নের পূর্ব চরচেঙ্গা ৬ নং ওয়ার্ড়ে সুইজ বাজার সাজেদা হোসেন জামে মসজিদ কমিটির উদ্যোগে ভূঁইয়া কে সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া শনিবার দুপুরে জামিয়া দারুল উলূম মহিউ সুন্নাহ মাদ্রাসা ও এতিমখনার আয়োজনে সংবধর্না ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অবশেষে দুপুর ১ টায় হাতিয়া প্রেসক্লাবে সাংবাদিকের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত।