মোঃহানিফ উদ্দিন সাকিব(নোয়াখালী )জেলা প্রতিনিধি :: নোয়াখালী হাতিয়ায় কৃষক মাঠ দিবস পালিত হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে রোববার সকালে উপজেলার চরকিং চরকৈলাশ গ্রামে এসএসিপি প্রকল্পের এই মাঠ দিবস পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ সবুজ। বক্তব্য রাখে কৃষি সম্প্রসারন কর্মকর্তা সুবাস চন্দ্র পাল, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা জসিম উদ্দিন,হাতিয়া প্রেসক্লাবের আহবায়ক জি এম ইব্রাহিম,উপ-সহকারি কৃষি কর্মকর্তা রহমত উল্যা, কৃষক মোঃ শরিফ মিয়া, কৃষক মোঃ খানসাব সহ অনেকে।
এসময় উপস্থিত ছিলেন হাতিয়ার চরকিং ও চরঈশ্বর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শতাধিক কৃষক।মাঠ দিবসরে আলোচনা সভায় কৃষকরা মাঠ পর্যায়ে বল সুন্দরী বরই চাষে সফলতা নিয়ে আলোচনা করনে। হাতিয়াতে বল সুন্দী বরই চাষের ১০ টির অধিক খামার রয়েছে। এতে কৃষক স্বল্প পুজিতে অধিক লাভবান হচ্ছে বলে জানান তারা।