যশোর আজ রবিবার , ২৮ জুলাই ২০২৪ ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবেঃপ্রধানমন্ত্রী

প্রতিবেদক
Jashore Post
জুলাই ২৮, ২০২৪ ৯:০২ অপরাহ্ণ
হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবেঃপ্রধানমন্ত্রী
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

জৈষ্ঠ্য প্রতিবেদক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার চেষ্টা থাকবে,যারা এই খুনের সঙ্গে জড়িত, খুঁজে খুঁজে বের করে, তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে। আমি সেটাই করবো।

অপরাধীদের শাস্তি নিশ্চিতে নিহত স্বজনদের কাছে সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনাদেরও সাহায্য চাই। যদি আপনারা কিছু জানেন, আমাদের জানাবেন। কারণ, এভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা এটা আর হতে দেওয়া যায় না। কাজেই আমি আপনাদেরই সাহায্য চাই।

রোববার ( ২৮ জুলাই ) দুপুরে গণভবনে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং আর্থিক সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মানুষ কী দোষ করলো যে এভাবে খুন করতে হবে! মানুষ খুন করে সরকার পতন- এটা কবে হয়, কখন হয়? সাধারণ মানুষ কী দোষ করেছে?

তিনি বলেন, মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, জানোয়ারের মতো ব্যবহার, এটা কি কেউ করতে পারে? একজন মুসলমান আরেকজন মুসলমানের লাশ ঝুলিয়ে রাখবে পা বেঁধে! যারা এগুলোর সঙ্গে জড়িত, অবশ্যই তাদের বিচার হবে। তাদের বিচার করতে হবে, তা না হলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না।

সরকারপ্রধান বলেন, আপনারা দেখেছেন, প্রত্যেকটা জিনিস জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দিয়েছে। যেখানে মানুষ সেবা পাবে, সেই জায়গাগুলো। সেই কোভিড হাসপাতাল থেকে শুরু করে যে যে জায়গায় আমরা মানুষের জন্য কাজ করবো সেই জায়গা, প্রত্যেকটা জায়গা একে একে পুড়িয়ে দেওয়া। আর এইভাবে গুলি করে মানুষকে মারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের দাবি মানা এবং ধৈর্য ধরে তাদের বোঝানো হয়েছিল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা ধৈর্য ধরে সব সময় তাদের বোঝানো,তাদের সঙ্গে কথা বলা, সব চেষ্টা করেছি। কিন্তু আজকে চারদিকে এই হাহাকার। এটা তো সহ্য করা কষ্টকর।

সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবার ও আহতদের পাশে থাকার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যতক্ষণ বেঁচে আছি আপনাদের পাশে আছি। আমি আসলে আপনাদের কী বলে সান্ত্বনা দেব? শুধু এটুকু বলবো যে, আমি আপনাদের মতোই একজন। বাবা-মা, ভাই হারানো সেই এতিম। কাজেই আপনাদের কষ্ট আমি বুঝি। আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বজন হারানোর কথা স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, আমি তো বুঝি আপনাদের কষ্ট, বেদনা। প্রতিনিয়ত বাপ-মা-ভাই-বোনদের হারানোর ব্যথা নিয়ে আমাদের চলতে হয়। এমনকি, লাশটাও তো দেখতে পারিনি, কাফন-দাফনটাও করতে পারিনি। দেশেও ফিরতে পারিনি, ছয় বছর আসতে দেয়নি আমাকে।

তিনি বলেন, যখন (দেশে ) এসেছি, সারা বাংলাদেশ ঘুরছি। চেয়েছি এদেশের দুখী মানুষের মুখে হাসি ফোটাবো। আমি সেই চেষ্টাই করে যাচ্ছিলাম। কিন্তু বারবার এই ধরনের ঘটনা ঘটাবে, এই সন্ত্রাসী ঘটনা ঘটাবে- এটা তো কাম্য না।

নিহতদের স্বজনরা গণভবনে আসায় কৃতজ্ঞতা প্রকাশ করে সরকারপ্রধান বলেন, সবাই এসেছেন কষ্ট করে, দুঃসময়ে। আজকে যদি ভালো সময় হতো, কত হাসিখুশি করে সবাই যেতে পারতেন। আর এখন আমারও আপনাদের চোখের পানি দেখতে হচ্ছে। এটিই সবচেয়ে কষ্ট।

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদসহ দেশের বিভিন্ন স্থানে নিহত ৩৪ জনের পরিবার গণভবনে আসেন।এসব পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র এবং নগদ অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী।

এ সময় গণভবনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত
মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত-১

মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত-১

ইউরেনিয়াম মজুতের ঝলক দেখালো উত্তর কোরিয়া

ইউরেনিয়াম মজুতের ঝলক দেখালো উত্তর কোরিয়া

ভারতে হযরত মুহাম্মদ ( সাঃ)এর অবমাননায় শ্যামনগরে প্রতিবাদ সমাবেশ

ভারতে হযরত মুহাম্মদ ( সাঃ)এর অবমাননায় শ্যামনগরে প্রতিবাদ সমাবেশ

শার্শার ইস্রাফিল হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

শার্শার ইস্রাফিল হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও জায়েদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও জায়েদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত

বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে ৬০ বছরে বিয়ে শেষে হানিমুনে আশিষ

বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে ৬০ বছরে বিয়ে শেষে হানিমুনে আশিষ

যশোরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচলনায় ৫ জনের অর্থদন্ড

যশোরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচলনায় ৫ জনের অর্থদন্ড

বেনাপোলে বিষ্ফোরক সহ যুবক গ্রেফতার

বেনাপোলে বিষ্ফোরক সহ যুবক গ্রেফতার

গোবিন্দগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহতের ঘটনায় গ্ৰেফতার-২

গোবিন্দগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহতের ঘটনায় গ্ৰেফতার-২

খাগড়াছড়িতে গ্রাফিতি অঙ্কনে বাঁধা প্রদান ও মুছে দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

খাগড়াছড়িতে গ্রাফিতি অঙ্কনে বাঁধা প্রদান ও মুছে দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল