সিনেমা ‘আরআরআর’ মুক্তির মাত্র পাঁচ দিনে সিনেমাটির বক্স অফিস সংগ্রহ ছাড়িয়েছে ৫৬৫ কোটি রুপি। বিশ্ব বক্স অফিসে ঝড় তুলেছে দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণ ও জুনিয়র এনটিআরের
ভারতীয় টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ‘বাহুবলি’ সিনেমার দুই সংস্করণের পর তৃতীয় সিনেমা হিসেবে ‘আরআরআর’ হিন্দি সংস্করণে ১০০ কোটি রুপির রেকর্ড গড়েছে। বিশ্বব্যাপী সিনেমাটির সংগ্রহ ছাড়িয়েছে ৫৬৫ কোটি রুপি।
দক্ষিণ ভারতের সিনেমা আমাদের গোল দিয়ে যাচ্ছে: সালমানদক্ষিণ ভারতের সিনেমা আমাদের গোল দিয়ে যাচ্ছে: সালমান‘আরআরআর’ রচনা ও পরিচালনা করেছেন এস এস রাজামৌলি। এতে দক্ষিনী সুপারস্টার রাম চরণের নায়িকা আলিয়া ভাট। সিনেমাটি এই সিনেমায় দেখা মিলেছে জুনিয়র এনটিআর ও অজয় দেবগনের।
‘আরআরআর’ সিনেমার গল্পে দেখানো হয়েছে, ভারতের স্বাধীনতা যোদ্ধা আল্লুরি সিতারামারাজু এবং কমরাম ভীমকে কেন্দ্র করে গড়ে উঠেছে,যারা ব্রিটিশ রাজবংশ এবং হায়দরাবাদের নিজামের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন।