যশোর আজ মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

সাবেক কৃষিমন্ত্রী ও বিমানমন্ত্রী গ্রেফতার

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ১৫, ২০২৪ ৯:২১ পূর্বাহ্ণ
সাবেক কৃষিমন্ত্রী ও বিমানমন্ত্রী গ্রেফতার
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডঃ আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ( ডিবি )। সোমবার ( ১৪ অক্টোবর ) রাত পৌনে ৮টার দিকে রাজধানীর নিউ ইস্কাটন গার্ডেন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ( ডিএমপি ) মিডিয়া অ্যান্ড জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার ( ডিসি ) মোঃ তালেবুর রহমান।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ডাঃ আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

টাঙ্গাইল-১ ( ধনবাড়ী-মধুপুর ) আসনে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডঃ মোঃ আব্দুর রাজ্জাক। আওয়ামী লীগ সরকারের ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত মেয়াদে তিনি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হন। এরপর ২০১৯ সালে চতুর্থ মন্ত্রিসভায় তিনি কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মন্ত্রিত্ব পাননি তিনি।

অন্যদিকে গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল( অবঃ) ফারুক খানকে গ্রেফতার করা হয়েছে।সোমবার ( ১৪ অক্টোবর ) দিবাগত রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‍্যাব )। পরে রাতেই তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ( ডিবি ) কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের ( ডিএমপি ) অতিরিক্ত কমিশনার ( ডিবি) রেজাউল করিম মল্লিক।

তিনি জানান, ক্যান্টনমেন্টের বাসা থেকে ফারুক খানকে গ্রেফতার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় একাধিক মামলার আসামি ফারুক খান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসন ( মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার ৭ ইউনিয়ন ) থেকে জয়লাভের পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল ( অবঃ) ফারুক খান।

সর্বশেষ - সারাদেশ