স্টাফ রিপোর্টটার :: সাতক্ষীরায় র্যাব-৬ এর ঝিনাইদাহ ক্যাম্পের সদস্যদের অভিযানে ১টি ওয়ানশুটারগান ও ৪ রাউন্ড গুলিসহ আনারুলসরদার ( ৩১) নামের এক চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার হয়েছে।
গত শুক্রবার ( ২১জানুয়ারী ) সাতক্ষীরার ভালুকাথানাধীন চাঁদপুর গ্রাম হতে তাকে গ্রেফতার করে র্যাব। আনারুল সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন চন্ডীপুর গ্রামের মৃত আজগর সর্দ্দারের ছেলে।
র্যাব-৬সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদাহ ক্যাম্পের একটি আভিযানিক দল সদরথানাধীন ভালুকা চাঁদপুর গ্রামস্থ চাঁদপুর এতিমখানা কাম লিল্লাহ বেডিং এর সামনে হতে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী আনারুলকে গ্রেফতার করে ।
এ সময় তার হেফাজতে থাকা অস্ত্র,গুলি,মোবাইল ফোন ও নগদ ২১১০টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সাতক্ষীরা জেলা সদর থানায় অস্ত্র আইনে মামলা রুজু হযেছে বলে আরো জানা যায়।
Discussion about this post