নিজস্ব প্রতিবেদক:: যশোরের কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান স্মৃতি বিজড়িত সাগরদাঁড়িতে মধুসূদন ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টারের শুভ উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১১ নভেম্বর ) দুপুরে সাগরদাঁড়ি কলেজ রোডে মধুসূদন ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টারের ফিতা কেটে শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি হিসেবে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।
উক্ত অনুষ্ঠানে মধুসূদন ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক সাংবাদিক এনামুল হাসান নাঈম সভাপতিত্ব করেন।শুভ উদ্ভোধনী অনুষ্ঠানে সাংবাদিক মেহেদী হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল,সাগরদাঁড়ি আবু শারাফ কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ শ্যামল কুমার ঘোষ, যশোর পল্লী বিদ্যুত সমিতি ২ এর সাগরদাঁড়ি সাব জোনাল অফিসের এজিএম ( ও এন্ড এম ) মোহাম্মদ শাহাজাহান কবির প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে ডিজিটাল বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তির প্রয়োগ অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। ব্যবসায়িক উন্নয়ন বা সক্ষমতা বৃদ্ধির জন্য আজ ব্যবসায়িক কাজে প্রযুক্তির প্রয়োগ অবশ্যম্ভাবী। এক কথায় বর্তমান সমাজ আইটি নির্ভর হয়ে পড়েছে। এখন ছোট থেকে বড় যে কোনো কাজেই কম্পিউটারের ব্যবহারের গুরুত্ব বেড়েই চলেছে। অত্র এলাকার ছাত্র-ছাত্রীরা কম্পিউটার শিক্ষার মাধ্যমে নিজেদের ব্যক্তিগত কাজ ছাড়াও বেকারত্ব দূরীকরণে বিশেষ ভূমিকা রাখবে।
এসময় উপস্থিত ছিলেন, চিংড়া পুলিশ ফাঁড়ীর সহকারি পুলিশ পরিদর্শক ( এএসআই ) ওয়াহিদুজ্জামান, কাস্তা গহর আলী দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আব্দুর রহমান, ১১নং হাসানপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তৌহিদুজ্জমান তহিদ, ক্রিস্টাল ডায়াগনস্টিক এন্ড হাসপাতালের চেয়ারম্যান এ এস এম আশিক ইমরান ও সা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতা কর্মীবৃন্দ।