শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম আরো দুই সপ্তাহ বন্ধ থাকবে। তবে চলবে অনলাইন ক্লাস ও এসাইনমেন্ট। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় দেশের শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আরো দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এ কথা জানিয়েছেন।
মন্ত্রী বলেন,অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি আরো কিছুদিন দেখার পক্ষে মত দিয়েছেন, যেহেতু করোনার সংক্রমণ এখনো প্রায় ৩০ শতাংশ।
সরকার অবস্থা পর্যালোচনা করছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রাখা হয়েছিল।
Discussion about this post