লুটপাট ও সরকারি সম্পদের ক্ষয়ক্ষতি ঠেকাতে সেনাবাহিনীর পর এবার পুলিশকেও দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে শ্রীলঙ্কায়। বুধবার এ সংক্রান্ত আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
প্রবল বিক্ষোভের মুখে সোমবার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপকসে পদত্যাগ করতে বাধ্য হন।কিন্তু বিরোধীরা প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চালিয়ে যায়।
সংঘর্ষে এ পর্যন্ত ৯ জন নিহত ও দুই শতাধিক আহত হয়েছে।সরকারি অফিসগুলোতে বিক্ষোভকারীদের হামলা এবং বিভিন্ন স্থানে লুটপাট ঠেকাতে মঙ্গলবার সেনাবাহিনীকে দেখামাত্র গুলির ক্ষমতা দেওয়া হয়।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে,সহিংস ঘটনায় জড়িতদের বিরুদ্ধে গুলি চালানোসহ সব থানাকে সর্বোচ্চ আইনি ক্ষমতা প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।
Discussion about this post