সর্বশেষ খবরঃ

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবী কবর স্থানে সমাহিত বাবুল

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবী কবর স্থানে সমাহিত বাবুল
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবী কবর স্থানে সমাহিত বাবুল

শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে বিদায় জানান দলটির হাজারো নেতাকর্মী। সাবেক এই মন্ত্রীকে পার্টির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাপার চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে রাত ১০টার দিকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবর স্থানে সমাহিত করা হয়েছে। এরআগে শনিবার গুলশান আজাদ মসজিদে বাবলুর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, দক্ষিণ সিটি মেয়র ফজলে নূর তাপসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও পেশাজীবী অংশ নেন। জানাজা পড়ান বাবলুর ছোটভাই। জানাজার পূর্বে জাপার প্রেসিডিয়াম সদস‌্য এস এম ফয়সল চিশতীর পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনায় মরহুম বাবলুর জন্য দোয়া কামনা করে তার ছেলে বক্তব্য রাখেন।

দোয়া কামনা করেন দলের চেয়ারম‌্যান জিএম কাদের ও প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ। বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি ও রাহগীর আল মাহি সাদ এরশাদ এমপি।

বেলা ১টার দিকে প্রয়াত বাবলুর মরদেহ জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে আসা হয়। এসময় তার দলের দীর্ঘদিনের সহকর্মী ও রাজনৈতিক অনুসারীরা কান্নায় ভেঙে পড়েন। প্রিয় নেতাকে এক পলক দেখতে আগে থেকেই জড়ো হয়েছিলেন প্রয়াত বাবুলের হাজারো অনুসারীরা। এক পর্যায়ে ফুলে ফুলে সুশোভিত হয়ে ওঠে কফিনবাহী গাড়িটি। এ সময় মাইকে জিয়াউদ্দিন আহমেদ বাবলু’র বর্নাঢ্য রাজনৈতিক জীবনে বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এছাড়া ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন- কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, বিরোধী দলীয় চীফ হুইফ মো. মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য মোঃ সাহিদুর রহমান টেপা, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, এসএম ফয়সল চিশতী, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, এটিইউ তাজ রহমান।

মোঃ শফিকুল ইসলাম সেন্টু, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, এড. মোঃ রেজাউল ইসলাম ভুইয়া, নাজমা আক্তার এমপি, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার মিয়া, আলমগীর সিকদার লোটন, মো. এমরান হোসেন মিয়া, রানা মোহাম্মদ সোহেল এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, একেএম সেলিম ওসমান এমপি, মো. জহিরুল ইসলাম জহির, উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ, ভাইস চেয়ারম্যানবৃন্দ, যুগ্ম-মহাসচিববৃন্দ, সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ, যুগ্ম-সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ ও নির্বাহী সদস্যবৃন্দ।

দলের বাইরে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভারতীয় হাই কমিশনের পক্ষে সেকেন্ড সেক্রেটারি প্রতীক ডি নেগী, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক এড. আফজাল হোসেন ও দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, জেপি’র পক্ষ থেকে সাঈদ তারেক ও সাদেক ছিদ্দিকী, জনদলের পক্ষে মহাসচিব সেলিম আহমেদ ও যুগ্ম-মহাসচিব মোঃ মনিরুজ্জামান নয়ন, হিন্দু মহাজোটের যুগ্ম-মহাসচিব সুজন দে, ও মহানগরের সভাপতি ডি.কে সমীর, গান।

বাংলার সত্বাধিকারী দেলোয়ার হোসেন রাজা, জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের পক্ষে সাধারণ সম্পাদক মো. জহিরুল আলম রুবেল, ঢাকা মহানগর উত্তর, জাতীয় যুব সংহতির পক্ষে এইচএম শাহরিয়ার আসিফ ও আহাদ ইউ চৌধুরী শাহীন, জাতীয় মহিলা পার্টির পক্ষে হেনা খান পন্নি, জাতীয় কৃষক পার্টির পক্ষে এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির পক্ষে মোঃ বেলাল হোসেন, জাতীয় তরুণ পার্টির পক্ষে মোড়ল জিয়াউর রহমান।

জাতীয় শ্রমিক পার্টির পক্ষে একেএম আসরাফুজ্জামান খান ও শেখ মোহাম্মদ শান্ত, জাতীয় ছাত্র সমাজের পক্ষে মো. ইব্রাহীম খান জুয়েল, জাতীয় মৎস্যজীবী পার্টির পক্ষে আজহারুল ইসলাম সরকার, মীর সামশুল আলম লিপ্টন, জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির পক্ষে বীর মুক্তিযোদ্ধা মো. ইসহাক ভুইয়া, জাতীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির পক্ষে মো. জহিরুল ইসলাম মিন্টু, পল্লীবন্ধু পরিষদের পক্ষে ডঃ নুরুল আজহার শামীম ও মো. জাকির হোসেনসহ সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।

করোনাভাইরাসে আক্রান্ত জিয়াউদ্দিন বাবলু শনিবার ( ২ অক্টোবর ) সকাল সোয়া ৯টায় রাজধানীর শ্যামলীস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ব্যক্তি জীবনে জিয়াউদ্দিন বাবলু এক ছেলে সন্তানের জনক।

তিনি ১৯৮২ সালে ঢাকসু নির্বাচিত জিএস ছিলেন। পরবর্তীতে এরশাদ শাসনামলে যোগদান করে উপ-মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১/১১ সময় আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট ক্ষমতায় আসার পেছনে অগ্রণী ভূমিকা পালন করেন জাপার এই নেতা।

২০১৪ সালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন তিনি। চট্টগ্রাম ৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও দুই দফায় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

আরো খবর

ট্রাইব্যুনালের চার্জশিটে নাম থাকা ১৫ সেনা সেনা কর্মকর্তা হেফাজতেঃসেনাসদর
ট্রাইব্যুনালের চার্জশিটে নাম থাকা ১৫ সেনা সেনা কর্মকর্তা হেফাজতেঃসেনাসদর
পটিয়ার কুসুমপুরায় চক্ষু শিবিরসহ বহুমুখী সেবা কার্যক্রম অনুষ্ঠিত
পটিয়ার কুসুমপুরায় চক্ষু শিবিরসহ বহুমুখী সেবা কার্যক্রম অনুষ্ঠিত
ঢালিউডে দারুণ অভিষেক হচ্ছে তিশার
ঢালিউডে দারুণ অভিষেক হচ্ছে তিশার
খাগড়াছড়িতে দানোত্তম কঠিন চীবর দান উদযাপন
খাগড়াছড়িতে দানোত্তম কঠিন চীবর দান উদযাপন
শহিদুল আলমের মুক্তির চেষ্টা করছে সরকার
শহিদুল আলমের মুক্তির চেষ্টা করছে সরকার
দুমকিতে পুলিশের হাতে গাঁজাসহ দুই যুবক আটক
দুমকিতে পুলিশের হাতে গাঁজাসহ দুই যুবক আটক
বিশ্ব অলি শাহানশাহ হকভান্ডারীর ৩৭তম ওরশ শরীফ উপলক্ষে মোটর র‍্যালী
বিশ্ব অলি শাহানশাহ হকভান্ডারীর ৩৭তম ওরশ শরীফ উপলক্ষে মোটর র‍্যালী
জেলে ও মৎস্য ব্যবসায়ীদের জনসচেতনতায় “ মা ইলিশ” সংরক্ষণ বিষয়ক অভিযান 
জেলে ও মৎস্য ব্যবসায়ীদের জনসচেতনতায় “ মা ইলিশ” সংরক্ষণ বিষয়ক অভিযান