খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :: বাংলাদেশের আধুনিক ক্রীড়াঙ্গনের অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২৯জুলাই ) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মুক্তা ধর,,খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ দিদারুল আলম,প্রেসক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান (রানা),পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী,জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়াসহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা নতুন প্রজন্ম ও দেশের মানুষকে বাংলাদেশের সঠিক ইতিহাস জানানোর জন্য এই দিবসটি পালিত হবে বলে মন্তব্য করেন।
এসময় উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা,সদর উপজেলার নির্বাহীঅফিসার নাঈমা ইসলাম,ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের উপ-পরিচালক জিতেন চাকমা,মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিধিরা উপস্থিত ছিলেন।