সর্বশেষ খবরঃ

শিল্পীদের রাজনৈতিক পদে থাকা উচিত নয়ঃসোহিনী সরকার

শিল্পীদের রাজনৈতিক পদে থাকা উচিত নয়ঃ সোহিনী সরকার
শিল্পীদের রাজনৈতিক পদে থাকা উচিত নয়ঃ সোহিনী সরকার

ভারতে আর জি কর কাণ্ডে এক মেয়ে চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় পুরো ভারত জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। এ ঘটনায় সাধারণ জনগণের পাশাপাশি শোবিজ তারকারাও প্রতিবাদ জানিয়েছেন। টলিউড অভিনেত্রী সোহিনী সরকার এ ঘটনার প্রতিবাদে রাজপথ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম সবখানেই সরব ছিলেন।

আগামী সেপ্টেম্বরের ‘মহামিছিল’-এর ১১ দফা দাবির কথাও জানিয়েছেন তিনি। ‘আমরা তিলোত্তমা,আমাদের দাবি’শীর্ষক একাধিক ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।এবার কোনও শিল্পীর রাজনৈতিক পদে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন এ অভিনেত্রী।

ফেসবুক লাইভে সোহিনী এক নেটিজেনের প্রশ্নের সূত্র ধরে বলেন, ‘আমার মতে, কোনও শিল্পী যেকোনও রাজনৈতিক আদর্শে বিশ্বাস করতেই পারেন। কিন্তু কোনও পদে যেতে পারেন না। কোনও শিল্পীর এই ২০২৪ সালে কোনও রাজনৈতিক ছত্রছায়ায় থাকা উচিতই নয়। পদ আর ক্ষমতা পেয়ে গেলে কেউই আর ঠিক থাকেন না। কারণ আমি একা পদে নেই।

তিনি আরও বলেন, ‘আমার উপরে যিনি রয়েছেন তিনি দুর্নীতিগ্রস্ত হলে তার মতো করেই আমাকে কাজ করতে হবে। গদিতে এমন মোহমায়া রয়েছে, যে মানুষকে আর মানুষ থাকতে দেয় না। কোনও শিল্পীর রাজনৈতিক চেতনা থাকতেই পারে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনও শিল্পীর পদে যাওয়াকে বিশ্বাস করি না, কেউ গেলেও তার বিরোধিতা করি।’

তবে তারকাদের রাজনীতিতে যোগ দেওয়া নতুন কিছু নয়।পদে থাকার ঘটনাও প্রায় সকলেরই চেনা। কারণ বিজেপি হোক কিংবা তৃণমূল- প্রত্যেক রাজনৈতিক দলেই তারকাদের পদে থাকার বহু উদাহরণ রয়েছে।

গত ১৩ আগস্ট থেকে কলকাতা হাই কোর্টের নির্দেশে ঘটনার আর জি কর কাণ্ডে তদন্ত করছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই ঘটনা সংক্রান্ত তথ্যের খোঁজে এখনও পর্যন্ত একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে। বেশ কয়েকজনের পলিগ্রাফ টেস্টও হয়েছে।

তবে তদন্ত নেওয়ার পর নতুন করে কাউকে আটক বা গ্রেপ্তার করেনি সিবিআই। তরুণী চিকিৎসক হত্যাকাণ্ডের রহস্যের জট খোলা এবং সদ্য সন্তানহারা বাবা-মায়ের সুবিচার পাওয়া নিয়ে নানান প্রশ্নে আপাতত মুখর কলকাতা নগরী।

আরো খবর

জগন্নাথপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
জগন্নাথপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংসসহ হরিণ শিকারি আটক
কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংসসহ হরিণ শিকারি আটক
হাতিয়ায় ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম
হাতিয়ায় ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম
নিষেধাজ্ঞা শেষ হওয়ায় ইলিশ শিকারে ব্যস্ত দুমকির জেলেরা
বেনাপোল বন্ধন ব্লাড ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বেনাপোল বন্ধন ব্লাড ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দীঘিনালা বন বিহারে ২৬তম কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত
দীঘিনালা বন বিহারে ২৬তম কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত
গোবিন্দগঞ্জের সাংবাদিক শাহ আলম সাজু গ্রেপ্তার
গোবিন্দগঞ্জের সাংবাদিক শাহ আলম সাজু গ্রেপ্তার
বেনাপোলে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর গনসংযোগ
বেনাপোলে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর গনসংযোগ