শার্শা প্রতিনিধি :: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শার্শা উপজেলার ১০ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৯টি সাধারণ মেম্বার পদে হিসাবে ৪৫১ টি ও সংরক্ষিত মহিলা আসনে ৯৭ টি মনোনয়নপত্র জমা পড়েছে।
মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন মঙ্গলবার পর্যন্ত পাঁচজন রিটার্নিং অফিসারের কার্যালয়ে নির্বাচনে অংশ গ্রহণের জন্য এ মনোনায়ন পত্র জমা হয়। শার্শা উপজেলা নির্বাচন কমিশনার মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলায় ৫ জন রিটার্নিং অফিসার হিসাবে মনোনয়ন পত্র জমা নিয়েছেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাসান হাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সৌত্যম কুমার শীল, সমাজসেবা কর্মকর্তা আব্দুল ওহাব ও নির্বাচন কমিশনার মেহেদী হাসান।
শার্শা উপজেলা নির্বাচন কমিশন অফিস সুত্র জানায়, উপজেলার ১নং ডিহি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন সাধারণ সদস্য (মেম্বর) পদে ২৯ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৯ জন। ২নং লক্ষনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন, সাধারণ সদস্য (মেম্বার ) পদে ৩৯ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১১ জন। ৩নং বাহাদুরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন, সাধারণ সদস্য (মেম্বার ) পদে ২৫ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৬ জন । ৫নং পুটখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য (মেম্বার ) পদে ৩৬ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৯ জন।
৬নং গোগা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৬৩ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৮ জন। ৭নং কায়বা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারন সদস্য (মেম্বর ) পদে ৫৭ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১৪ জন। ৮নং বাগাআঁচড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, প্রার্থী সাধারণ সদস্য (মেম্বর) পদে ৫৬ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১১ জন । ৯নং উলাশী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন সাধারণ সদস্য (মেম্বর ) পদে ৫২ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১১ জন।
১০নং শার্শা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য (মেম্বর) পদে ৪৯ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৯ জন প্রার্থী নির্বাচনের জন্য মনোনায়ন পত্র জমা দিয়েছে। ১১নং নিজামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সাধারণ সদস্য (মেম্বর ) পদে ৪৫ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৯ জন।
এবার ইউপি নির্বাচনে বিএনপি জামাত থেকে নির্বাচন না করায় আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নৌকা প্রতীকের বিপরীতে একাধিক আওয়ামী লীগ দলীয় সমর্থকরা বিদ্রোহী প্রার্থী হিসাবে মনোনায়ন পত্র জমা দিয়েছেন।