যশোর প্রতিনিধি :: যশোরের শার্শা সীমান্তে বর্ডারগার্ড বাংলাদেশ ( বিজিবি ) সদস্যদের অভিযানে ১০টি সোনার বারসহ ইসমাইল হোসেন (৩৮) নামে এক পাচারকারী কে আটক হয়েছে। সে বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
বৃহস্পতিবার ( ১৩ জানুয়ারি )সন্ধ্যায় ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ সিদ্দিকী সোনারবার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
শার্শার শ্যামলাগাছি এলাকার পাকা রাস্তার উপর থেকে তাকে বিজিবি সদস্যরা আটক করে।পরে দেহ তল্লাশী করে প্যান্টের ভিতর কৌশলে লুকানো ১০টি স্বর্নবার উদ্ধার হয়। যাহার ওজন ১ কেজি ১৬৫ গ্রাম ওজনের করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি )সদস্যরা।
বিজিবি জানায়,গোপন সংবাদে জানতে পারি পাচারকারী চক্রের এক সদস্য সোনার একটি চালান নিয়ে বেনাপোল সীমান্তে দিয়ে ভারতে পাচারের জন্য মোটর সাইকেল যোগে শার্শার শ্যামলাগাছি এলাকা দিয়ে বেনাপোল যাচ্ছে। এমন গোপন সংবাদে সেখানে অভিযান চালালে ইসমাইল হোসেন নামে এক যুবককে আটক করা হয়।যাহার সিজার মূল্য প্রায় ৮২ লাখ টাকা। ইসমাইল র্দীর্ঘদিন ধরে চোরচালানের সাথে জড়িত বলে প্রাথমিক জিঙ্গাসাবাদে স্বীকার করেন।
উদ্ধার হওয়া সোনারবার সহ আটককৃতকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে আরো জানা যায়।