বেনাপোল প্রতিনিধি :: যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ অনুপ্রবেশের দায়ে শিশুসহ ৭ বাংলাদেশী নাগরিক আটক হয়েছে। বুধবার ( ১ জানুয়ারী )উপজেলার ধান্যখোলা সীমান্তের জেলেপাড়া বিওপির ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করে।
আটককৃতরা হলো- নড়াইল জেলার কালিয়া থানার পাচকানিয়া গ্রামের নুর ইসলামের ছেলে সিদ্দিক বিশ্বাস (২২), একই জেলা ও থানাধীন হাসান বিশ্বাসের ছেলে ইয়াসিন বিশ্বাস( ২৮),একই থানার বাবুপুর গ্রামের মশিয়ার শেখের ছেলে সুমন শেখ ( ১৯), হেমায়েত কাজীর ছেলে রমজান আলী ( ৩০), রমজান কাজীর শিশু কন্যা রাবেয়া খানম (৬) এবং মাবিয়া খানম( ৩) ও খুলনা জেলার তেরখাদা থানাধীন কুলা গ্রামের আতিয়ার শেখের ছেলে আলামিন শেখ (২৫)।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বিজিবি। আটককৃতদের আইনগত পক্রিয়ায় থানা পুলিশে হস্তান্তর পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।
বিজিবির দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা। বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে।