শার্শা প্রতিনিধি :: যশোর জেলার শার্শা থানা এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী কুখ্যাত মাদক কারবারি মোঃ শাহাজাহানকে ( ৩৪ ) গ্রেফতার করেছে র্যাব। সে যশোর জেলার শার্শা উপজেলার শার্শা রেললাইন পাড়া এলাকার সুরুজ মিয়ার ছেলে।
সোমবার ( ২৫ সেপ্টেম্বর )যশোর র্যাব ক্যাম্পের সদস্যরা শার্শা থানাধীন রেললাইন পাড়া এলাকায় অভিযান চালিয়ে শাহাজাহানকে গ্রেফতার করে।
র্যাবের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,২০১৭ সালের ৩০ নভেম্বর ১ কেজি হেরোইনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হন শাহাজাহান। এ ঘটনায় শার্শা থানায় একটি মাদক মামলা রুজু হয়। মামলার বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর তারিখে শাহাজাহান আলীকে যাবজ্জীবন( আমৃত্যু) সশ্রম কারাদণ্ডসহ গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন।
যশোর র্যাব-৬ এর একটি আভিযানিক দল যাবজ্জীবন সাজা প্রাপ্ত পলাতক আসামীকে ধরতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে ও আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আরো ৩টি মাদক মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।